১২ বগির ট্রেন অতীত, এবার বদলাচ্ছে শিয়ালদা স্টেশনের নাম? ৬ জুলাই বড় পদক্ষেপ

Published on:

sealdah-station

কলকাতাঃ শিয়ালদহ স্টেশন…এশিয়ার অন্যতম ব্যস্ত রেলস্টেশন। প্রত্যেকদিন কয়েক লক্ষ লক্ষ রেল যাত্রী এই স্টেশনের ওপর দিয়ে যাতায়াত করছেন, নিজেদের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। কেউ যাচ্ছেন কাজের তাগিদে তো কেউ কেউ যাচ্ছেন ভ্রমণের তাগিদে। এক কথায় রেল যাত্রীদের কাছে এই শিয়ালদহ রেল স্টেশনের গুরুত্বই আলাদা। বছরের পর বছর ধরে এই রেল স্টেশন সকলের কাছে এক ভালো লাগার জায়গায় রয়েছে। কিন্তু এবার কিনা এই স্টেশনের নাম বদলে যাবে! এমনই কানাঘুষো শোনা যাচ্ছে।

নাম বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের?

ইতিমধ্যে অনেকের তরফে এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে কোনওভাবে নাম বদলে যাচ্ছে শিয়ালদা স্টেশনের? আসলে সামাজিক মাধ্যমে একটি লেখা তীব্র গতিতে ভাইরাল হয়েছে। আর এই লেখা দেখে আদতে সকলের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। যেখানে লেখা রয়েছে শিয়ালদহ স্টেশনের নাম বদল করে ‘শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাস’ রাখতে হবে। সেখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি শতাব্দী প্রাচীন এই স্টেশনের নাম বদলে যাচ্ছে? এই বিষয়ে এখনও অবধি রেলের তরফে কিছুই খোলসা করে বলা হয়নি।

সামাজিক মাধ্যমে বড় দাবি

আসলে ফেসবুকে হিন্দু সংহতি নামের একটি পেজ থেকে বড় দাবি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘শিয়ালদহ স্টেশনের নাম ডঃ “শ্যামাপ্রসাদ মুখার্জী টার্মিনাস” করার দাবী নিয়ে –
আগামী শনিবার, ৬ জুলাই, ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্ম দিবসে বিকেল ৩টে থেকে ৬টা পর্যন্ত হিন্দু সংহতির পক্ষ থেকে শিয়ালদহ স্টেশন চত্বরে প্রকাশ্য পথ সভা অনুষ্টিত হবে।’

আরও পড়ুনঃ এবার যোগ্যতা ছাড়াই এদের দেওয়া হবে চাকরি! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

এই নিয়ে আবার নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন লিখেছেন, ‘মমতা ব্যানার্জী কোনও দিনই সেটা করবে না।’ অন্য আরেকজন বলছেন, ‘সহমত পোষণ করি’। অন্য আরেকজন নেটিজেন বলছেন, ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় কে ছেড়ে মেট্রো স্টেশনের নামকরণ হলো বরুণ সেনগুপ্তর নামে। লজ্জাজনক।’

WhatsApp Community Join Now
সঙ্গে থাকুন ➥
X