স্নাতক পাশেই চাকরি! Indian Bank-এর ১৫০০টি পদে কর্মী নিয়োগের ঘোষণা, এভাবে আবেদন করুন

Published on:

job

Indian Bank Recruitment 2024: আপনিও কি দীর্ঘদিন ধরে ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন? তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ দেশের একটি বড় ব্যাঙ্কে এবার বাম্পার চাকরির ঘোষণা করা হল। ১০০০-রও বেশি পদে কর্মী নিয়োগ করতে চলেছে Indian Bank। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এই ব্যাঙ্ক। আজ ১০ জুলাই থেকে আবেদন শেষ প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

পদের নাম ও সংখ্যা

ইন্ডিয়ান ব্যাংক শিক্ষানবিশ পদে কর্মী নিয়োগ করতে চলেছে। ১৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে এই ব্যাঙ্ক। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in এর মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষানবিশ পদে চাকরি পেতে প্রার্থীদের অবশ্যই সরকারী সংস্থা / এআইসিটিই / ইউজিসি দ্বারা স্বীকৃত / অনুমোদিত যে কোনও ইনস্টিটিউট / কলেজ / বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করা থাকতে হবে।

বয়সসীমা

ইন্ডিয়ান ব্যাঙ্কের অ্যাপ্রেন্টিস পদে চাকরি পেতে আবেদনকারীর বয়স ১ জুলাই, ২০২৪ তারিখের মধ্যে ২০-২৮ বছর বয়স হতে হবে।

WhatsApp Community Join Now

কোন কোন শহরে লোক নেওয়া হবে

অন্ধ্রপ্রদেশ ৮২
অরুণাচল প্রদেশ ১
আসাম ২৯
বিহার ৭৬
চণ্ডীগড় ২
ছত্তিশগড় ১৭
গোয়া ২
গুজরাট ৩৫
হরিয়ানা ৩৭
হিমাচল প্রদেশ ৬
জম্মু ও কাশ্মীর ৩
ঝাড়খণ্ড ৪২
কর্ণাটক ৪২
কেরালা ৪৪
মধ্যপ্রদেশ ৫৯
মহারাষ্ট্র ৬৮
মণিপুর ২
মেঘালয় ১
নাগাল্যান্ড ২
দিল্লির এনসিটিতে ৩৮
ওড়িশা ৫০
পুদুচেরি ৯
পাঞ্জাব ৫৪
রাজস্থান ৩৭
তামিলনাড়ু ২৭৭
তেলেঙ্গানা ৪২
ত্রিপুরা ১
উত্তরপ্রদেশ ২৭৭
উত্তরাখণ্ড ১৩
পশ্চিমবঙ্গ ১৫২

স্টাইপেন্ড

শিক্ষানবিশ পদে থাকাকালীন আপনি কিছু টাকা হাতে পাবেন।

যেমন গ্রামীণ/ আধা-শহুরে ১২,০০০ টাকা
শহুরে ১৫,০০০ টাকা।
মেট্রো ১৫, ০০০ টাকা।

বাছাই প্রক্রিয়া

উল্লেখিত পদে চাকরি পেতে প্রার্থীদের বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। বাছাই প্রক্রিয়ার মধ্যে একটি লিখিত পরীক্ষা, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। এই সবকটি ধাপ পেরোতে পারলেই হবে কেল্লাফতে।

আবেদন ফি

জেনারেল / ওবিসি / ইডাব্লুএস প্রার্থীদের আবেদন ফি হিসেবে গুনতে হবে ৫০০ টাকা। তবে এসসি / এসটি / পিডাব্লুডি প্রার্থীদের একটা টাকাও দিতে হবে না।

Indian Bank Apprentice Exam Pattern 2024

 কীভাবে আবেদন করবেন

অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in -এ গিয়ে সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করুন।

লগইন সেকশনের নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করুন।

লগ ইন করার পরে, আবেদন প্রক্রিয়া অপশনে যান।

আবেদনপত্র পূরণ করুন এবং নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।

আবেদনপত্র জমা দেওয়ার আগে আবেদন ফি প্রদান করুন।

একটি কপি নিজের কাজে ডাউনলোড করে রাখুন।

সঙ্গে থাকুন ➥
X