অজস্র পদে নিয়োগ, চাকরির সুবর্ণ সুযোগ কল্যাণী AIIMS-এ! কীভাবে করবেন আবেদন?

Published on:

kalyani aiims

AIIMS Recruitment 2024: আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? ভালো চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। বিশেষ করে আপনারও যদি AIIMS-এ কাজ করার ইচ্ছা হয়ে থাকে তাহলে তো কোনও কথাই নেই। কারণ এবার কল্যাণী এইমস বহু পদে কর্মী নিয়োগের ঘোষণা করল। হ্যাঁ ঠিকই শুনেছেন। সরাসরি নিয়োগ/ডেপুটেশন/চুক্তির ভিত্তিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

কল্যাণী এইমসের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটা অনযায়ী মোট ১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। প্রোফেসর (২০), অতিরিক্ত অধ্যাপক (১৩), সহযোগী অধ্যাপক (১৮) ও সহকারী অধ্যাপক (৫০) পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

আপনিও যদি উল্লেখিত পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত কী কী হওয়া বাঞ্চনীয় জেনে নিন। বিজ্ঞপ্তি অনুযায়ী, কেউ যদি প্রোফেসর, অতিরিক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে প্রার্থীকে অবশ্যই PhD করা থাকতে হবে।

বয়সসীমা

প্রোফেসর পদের জন্য ৫৮, অতিরিক্ত অধ্যাপক পদের জন্য ৫৮, সহযোগী অধ্যাপকের জন্য ৫০ ও সহকারী অধ্যাপক পদের জন্য প্রার্থীর বয়স ৫০ বছর হতে হবে। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, এসসি / এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর, পিডব্লিউবিডি (ওএইচ-ওএল এবং বিএল) প্রার্থীদের ক্ষেত্রে ১০ বছর এবং সরকারী কর্মচারীদের ক্ষেত্রে ৫ বছরের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এবার আসা যাক বেতনের বিষয়ে। প্রোফেসর পদে যদি আপনি চাকরি পান তাহলে আপনার বেতন ১,৬৮,৯০০, অতিরিক্ত অধ্যাপক পদে চাকরি পেলে ১,৪৮,২০০, সহযোগী অধ্যাপক পদে চাকরি পেলে ১,৩৮,৩০০ এবং সহকারী অধ্যাপক পদে চাকরি পেলে আপনার বেতন ১,১,৫০০ টাকা হবে। হ্যাঁ ঠিক শুনেছেন।

আবেদন ফি

বিজ্ঞপ্তি অনযায়ী, কোনও প্রার্থী যদি সাধারণ বা ওবিসি ক্যাটেগরির হয়ে থাকেন তাহলে তাকে আবেদন ফি হিসেবে ৩৫৪০ টাকা, EWS শ্রেণির প্রার্থী হলে ৩৫৪০ টাকা, SC/ST ক্যাটেগরির প্রার্থী হলে ৩৫৪০ টাকা দিতে হবে। যদিও PwBD শ্রেণির প্রার্থী হলে কোনও টাকা দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন

এখন নিশ্চয়ই ভাবছেন যে উল্লেখিত পদগুলির জন্য কীভাবে আবেদন করবেন?

১) প্রথমেই এইমস কল্যাণীর অফিসিয়াল ওয়েবসাইট https://aiimskalyani.edu.in/ -এ যেতে হবে।

২) যথাযথভাবে স্বাক্ষর করা অনলাইন ফর্মের হার্ড কপি নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

৩) অবৈধ নথি আপলোড করলে প্রার্থিতা বাতিল হবে। তাই প্রার্থীদের নথি / শংসাপত্র আপলোড করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত।

৪) আবেদনপত্রের হার্ড কপি শুধুমাত্র স্পিড পোস্ট/কুরিয়ার ইত্যাদির মাধ্যমে ফরোয়ার্ড করতে হবে। শারীরিকভাবে গ্রহণ করা যাবে না। আবেদনের শেষ তারিখ ১১ আগস্ট, ২০২৪।

সঙ্গে থাকুন ➥