পোর্ট করা খুব সহজ! এভাবে আরামে Jio, Vi, Airtel থেকে চলে যান BSNL-এ

Published on:

BSNL SIM Card

কলকাতাঃ বর্তমান সময়ে এমন কোনও মানুষ বাকি নেই যিনি স্মার্টফোন ব্যবহার করেন না। কিন্তু এখন ফোন ব্যবহার করা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। দেশের বড় বড় টেলিকম কোম্পানি যেমন রিলায়েন্স Jio, ভোডাফোন-আইডিয়া, Airtel নিজেদের রিচার্জ মূল্য বাড়িয়েছে। কোম্পানিগুলির এহেন সিদ্ধান্ত সকলেরই চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, সেইসঙ্গে সাধারণের পকেটেও চাপ বাড়িয়েছে।

তবে সেই যে কথায় আছে না কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এক্ষেত্রে পৌষ মাস হয়েছে সরকারি টেলিকম সংস্থার BSNL-র। এখন বেশিরভাগ ফোন ব্যবহারকারী বিএসএনএলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। আপনিও কি বিএসএনএল SIM নেওয়ার কথা ভাবনা চিন্তা করছেন? তাহলে আপনার জন্য রইল বড় খবর।

কীভাবে BSNL-এর কানেকশন নেবেন

যে হারে কোম্পানিগুলি নিজেদের রিচার্জ মূল্য বাড়িয়েছে সেখানে বিএসএনএল নিজেদের রিচার্জ মূল্য বাড়ায়নি। বরং উল্টে BSNL বেশ কিছু প্ল্যানের ভ্যালেডিটি বাড়িয়ে দিয়েছে। যে কারণে এখন আরও বেশি বেশি করে মানুষ বিএসএনেলের দিকে ঝুঁকতে শুরু করেছেন। আপনার ফোনে যদি দুটি সিম কার্ডের ব্যবস্থা হয়ে থাকে তাহলে আপনি একটির জন্য বিএসএনেলের সিম নিতেই পারেন।

কীভাবে সিম পোর্ট করবেন

আপনিও যদি জিও, এয়ারটেল বা Vi এর গ্রাহক হন এবং বিএসএনএলের প্ল্যান গ্রহণ করার জন্য সিম পোর্ট করতে চান, তবে এর জন্য আপনাকে কয়েকটি ধাপ বুঝে নিতে হবে।

WhatsApp Community Join Now

১) আপনার বিদ্যমান সিম নম্বরটি বিএসএনএলে পোর্ট করতে, প্রথমে ১৯০০ নম্বরে এসএমএস করুন।

২) এরপর PORT_XXXXXXXXXX (ফোন নম্বর) লিখে এসএমএস করুন ১৯০০ নম্বরে।

৩) আপনি এখন এসএমএসের মাধ্যমে একটি অনন্য পোর্টিং কোড (ইউপিসি) পাবেন।

৪) এই অনন্য পোর্টিং কোডটি ১৫ দিনের জন্য বৈধ।

৫) গ্রাহককে সিম পোর্টের জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

৬) এর পরে, আপনাকে একটি বিএসএনএল সিম দেওয়া হবে।

বিএসএনএলের সিম পেতে গ্রাহকদের সার্ভিস সেন্টার বা খুচরা বিক্রেতার কাছে গিয়ে পোর্টের জন্য আবেদন করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X