৩০০০-রও বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

Published on:

government teacher

কাজের খবরঃ হাজার হাজার বেকার যুবক-যুবতীদের জন্য রইল দারুণ সুখবর। আপনিও যদি একটা ভালো চাকরির সন্ধান করে থাকেন তাহলে জানলে খুশি হবেন, রাজ্যে হাজার হাজার পদে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এই মর্মে ইতিমধ্যে বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে। আসলে হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন স্নাতকোত্তর শিক্ষক (পিজিটি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে regn.hpsc.gov. বা  hpsc.gov.in -এ ভিজিট করতে হবে।

পদের নাম ও সংখ্যা

WhatsApp Community Join Now

মোট ৩০৬৯টি পদে কর্মী নিয়োগ করা হবে। যে যে পদে শিক্ষক নেওয়া হবে সেগুলি হল বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিকস, ইংরেজি, ফাইন আর্টস, ভূগোল, হিন্দি, ইতিহাস, হোম সায়েন্স, অঙ্ক, মিউজিক, শরীর শিক্ষা, ভৌতবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, সমাজবিজ্ঞান, উর্দু, পাঞ্জাবি।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই হরিয়ানা শিক্ষক যোগ্যতা পরীক্ষা (এইচটিইটি) বা স্কুল শিক্ষক যোগ্যতা পরীক্ষা (এসটিইটি) পাস করতে হবে এবং ধারাবাহিকভাবে ভাল একাডেমিক রেকর্ড থাকতে হবে।

বায়োলজি: প্রাসঙ্গিক ক্ষেত্রে ৫০% নম্বর সহ M.Sc এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

রসায়ন: রসায়ন বা জৈব রসায়নে ৫০% নম্বর সহ M.Sc এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

বাণিজ্য: M.কমেন্ট, অ্যাকাউন্টিং এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

অর্থনীতি: ৫০ শতাংশ নম্বর নিয়ে অর্থনীতিতে এমএ এবং বিএড করা থাকতে হবে।

ইংরেজি: ৫০% নম্বর সহ ইংরেজিতে এমএ এবং বিএড পাশ করা থাকতে হবে।

ফাইন আর্টস: ফাইন আর্টসে ৫০% নম্বর নিয়ে এমএ এবং বিএড পাশ করা থাকতে হবে।

ভূগোল: ৫০ শতাংশ নম্বর নিয়ে ভূগোলে এমএ এবং বিএড পাশ হতে হবে।

হিন্দি: ৫০ শতাংশ নম্বর নিয়ে হিন্দিতে এমএ এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

ইতিহাস: ইতিহাসে ৫০% নম্বর নিয়ে এমএ এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

হোম সায়েন্স: হোম সায়েন্সে ৫০% নম্বর সহ M.Sc এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

অঙ্ক: ৫০ শতাংশ নম্বর নিয়ে এম.এ/এমএসসি এবং বি.এড পাশ করা থাকতে হবে।

মিউজিক: মিউজিকে এম.এ. ৫০ শতাংশ নম্বর নিয়ে এমএ এবং বিএড পাশ করা থাকতে হবে।

শারীরিক শিক্ষা: শারীরিক শিক্ষায় এমএ বা এমপিএড ৫০% নম্বর এবং বিপিএড বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

পদার্থবিদ্যা: পদার্থবিদ্যায় ৫০% নম্বর সহ M.Sc এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান: রাষ্ট্রবিজ্ঞানে ৫০ শতাংশ নম্বর নিয়ে এমএ এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

সাইকোলজি: ৫০ শতাংশ নম্বর নিয়ে সাইকোলজিতে এমএ এবং বিএড পাশ হতে হবে।

সংস্কৃত: সংস্কৃতে ৫০ শতাংশ নম্বর নিয়ে এমএ এবং বিএড পাশ করা হতে হবে।

সমাজবিজ্ঞান: ৫০ শতাংশ নম্বর নিয়ে সমাজবিজ্ঞানে এমএ এবং বিএড ডিগ্রি করা থাকতে হবে।

উর্দু: ৫০% নম্বর নিয়ে উর্দুতে এমএ এবং বিএড ডিগ্রি থাকতে হবে।

পাঞ্জাবি: ৫০% নম্বর সহ পাঞ্জাবিতে এমএ এবং বিএড পাশ করা হতে হবে।

বয়সসীমা

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

জেনারেল বা ওবিসি শ্রেণীর প্রার্থী হলে আবেদন ফি হিসেবে ১০০০ টাকা গুনতে হবে। এছাড়া SC/ST/ফোন শ্রেণীর প্রার্থী হলে ২৫০ টাকা এবং মহিলা প্রার্থী হলে ২৫০ টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। কেউ যদি হরিয়ানা রাজ্যের বাইরে থেকে আবেদন করতে ইচ্ছুক হয়েছে থাকেন তাহলে আবেদন ফি হিসেবে প্রার্থীকে ১০০০ টাকা মতো দিতে হবে। অনলাইনের মাধ্যমে এই টাকা দেওয়া যাবে।

বাছাই প্রক্রিয়া

HPSC PGT Recruitment 2024 নিয়োগ মূলত দুই পর্যায়ের পর হবে। প্রথমত, MCQ- এর ভিত্তিতে প্রার্থীদের শর্টলিস্ট করার জন্য একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে তারা সাবজেক্ট নলেজ টেস্টে এগিয়ে যাবে, যা নির্দিষ্ট বিষয়ে তাদের দক্ষতার মূল্যায়ন করবে।

সাবজেক্ট নলেজ টেস্টে ন্যূনতম কাটঅফ মার্কস অর্জনকারী প্রার্থীদের তারপরে একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর সাবজেক্ট নলেজ টেস্ট এবং ইন্টারভিউয়ের পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত নির্বাচন করা হবে।

কীভাবে আবেদন করবেন

১) প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট regn.hpsc.gov. বা  hpsc.gov.in -এ ভিজিট করতে হবে।

২) এরপর সাইটে নিজেকে রেজিস্টার করতে হবে।

৩) এরপর প্রয়োজনীয় সব নথি ভালো করে দেখে শুনে অপলোড করতে হবে।

আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট, ২০২৪ বিকেল ৫টা অবধি।

সঙ্গে থাকুন ➥