আগস্ট মাসে টানা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বিপদে পড়ার আগে দেখে নিন তালিকা

Published on:

Bank holiday

হাতে মাত্র আর কয়েকটা দিন, ব্যস তারপরেই চলে আসবে আগস্ট মাস। আর আগস্ট মাস মানেই হল একের পর এক ছুটির দিন। স্কুল, কলেজ থেকে শুরু করে সরকারি কর্মীদের হবে পোয়া বারো। তবে আপনারও কি ব্যাঙ্কে কোনও জরুরি কাজ করা বাকি রয়েছে? আগস্ট মাসে করবেন ভাবছেন? তাহলে দেরি না করে জুলাই মাসেই সব কাজ সেরে নিন। কারণ আগস্ট মাসে টাা ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন।

টানা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

প্রতি মাসের মতো আগস্ট মাসেরও হলিডে লিস্ট জারি করেছে আরবিআই। আর এই ছুটির লিস্ট দেখ সকলেরই চোখ রীতিমতো কপালে উঠেছে। আগস্ট মাসে একদিকে যেমন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ হতে চলেছে, সেখানে রাখি বন্ধন এবং জন্মাষ্টমী উপলক্ষে ব্যাঙ্কও বন্ধ থাকবে। আগস্টে যে ১৩টি ব্যাংক ছুটি পড়ছে তার মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

আগস্ট মাসে রবিবারের কারণে ছয় দিন এবং দ্বিতীয়-চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে, সেখানে দেশের বিভিন্ন রাজ্যে উৎসবের কারণে ৭ দিন বন্ধ থাকতে চলেছে। ব্যাঙ্কের ছুটির দিন সম্পর্কিত তালিকাটি আরবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

দেখে নিন আরবিআইয়ের তালিকা

কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল তালিকা

WhatsApp Community Join Now

৩ আগস্ট- কের পুজো।
৪ আগস্ট রবিবার সব জায়গায় ছুটি।
৮ আগস্ট তেন্দাং লো রাম ফাত উপলক্ষে সিকিমে ছুটি।
১০ আগস্ট দ্বিতীয় শনিবার সব জায়গায় ছুটি ।
১১ আগস্ট রবিবার সব জায়গায় ছুটি।
১৩ অগাস্ট দেশভক্ত দিবস উপলক্ষে ইম্ফলে ছুটি।
১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সব জায়গায় ছুটি।
১৮ আগস্ট রবিবার সব জায়গায় ছুটি।
১৯ আগস্ট রাখি বন্ধন উপলক্ষে আহমেদাবাদ, জয়পুর, কানপুর, লখনউ এবং অন্যান্য জায়গায় ছুটি।
২০ আগস্ট শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্য সব জায়গায় ছুটি।
২৫ আগস্ট- রবিবার ছুটি
২৬ আগস্ট- জন্মাষ্টমী উপলক্ষে সব শহরে ব্যাঙ্ক হলিডে থাকবে।
৩১ অগাস্ট- চতুর্থ শনিবারের ছুটি।

সঙ্গে থাকুন ➥
X