ইন্ডিয়া হুড ডেস্কঃ একটা ভালো চাকরির সন্ধানে রাস্তায় হন্যে হয়ে ঘুরে বেরাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির সন্ধানে ছিলেন তাঁদের অপেক্ষার অবসান ঘটল। কারণ কেন্দ্রীয় সরকারের অধীনে বেশ কিছু পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন। আপনিও যদি এই পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
পদের নাম ও সংখ্যা
ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রকের অনুমোদনে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, Junior Translator পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ৩১২টি পদে এই কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র ট্রান্সলেটর পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর অথবা হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী পাওয়া থাকতে হবে। সেইসঙ্গে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের ডিপ্লোমা ডিগ্রী অর্জনকারী এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। কাজের অভিজ্ঞতা থাকতে হবে ২ বছরের।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ আগস্ট, ২০২৪ তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়সসীমা হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে বিশেষ শ্রেণীর ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে। যেমন তপশিলি জাতি ও উপজাতি তালিকা ভুক্ত প্রার্থীদের ৫ বছর, ওবিসি তালিকা ভুক্ত প্রার্থীদের ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর অবধি ছাড় পেয়ে যাবেন।
বেতন কাঠামো
উল্লেখিত পদগুলিতে যদি আপনার চাকরি হয়ে যায় তাহলে আপনি মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা অবধি পেয়ে যেতে পারবেন।
বাছাই প্রক্রিয়া
উল্লেখিত পদে চাকরি পেতে হলে আবেদনকারীকে বেশ কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যেমন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। হিন্দি এবং ইংরেজি ভাষায় এই পরীক্ষা নেওয়া হবে ২ ঘণ্টার জন্য। এছাড়া বর্ণামূলক পরীক্ষা নেওয়া হবে ট্রান্সলেশন ও রচনার ওপর। ২০০ নম্বরের পরীক্ষা হবে।
আবেদন ফি
যারা এই জুনিয়র ট্রান্সলেটর পদে আবেদন করবেন ভাবছেন তাহলে জেনে রাখুন কত টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মহিলা, প্রতিবন্ধী এবং এসসি, এসটি তালিকাভুক্ত আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
কীভাবে আবেদন করবেন
১) প্রথমেই আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in -এ যেতে হবে।
২) এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
৩) যে পদের জন্য আবেদন জানাবেন সেই বিকল্পে ক্লিক করুন।
৪) আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৫) রঙিন ছবি, সই ও অন্যান্য ডকুমেন্টগুলি আপলোড করতে হবে।
৬) এরপর ফি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন।
এখানে একটি বিষয় বলে রাখা জরুরি, আবেদন নথিভুক্ত করার সময় অনিচ্ছকৃতভাবে কোনও ভুল তথ্য সাবমিট হলে অথবা ভুল ডকুমেন্ট আপলোড হলে তা সংশোধন করা যাবে ৪ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখের মধ্যে। আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট, ২০২৪।