হাওড়া, শিয়ালদা থেকে একাধিক ট্রেন! পুজোর আগেই বড় ঘোষণা পূর্ব রেলের, দেখুন তালিকা

Published on:

howrah sealdah express train

কলকাতাঃ আর মাত্র কয়েকটা দিন তারপরেই চলে আসবে দুর্গাপুজো। সারা বছর এই পাঁচটা দিন চুটিয়ে আনন্দ করার জন্য অপেক্ষা করে থাকেন উৎসবপ্রেমী বাঙালিরা। হাতেগোনা দুমাস হয়তো সময় বাকি নেই পুজো আসতে। ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলিতে তৈরি হচ্ছে মা দুর্গার মূর্তি। সব মিলিয়ে দূর্গা পুজোর আসার জন্য মুখিয়ে রয়েছেন সকলে। দুর্গাপূজার সময় অনেকেই আছেন যারা রাজ্যে থাকতে ভালোবাসেন তো আবার অনেকেই আছেন যারা বাইরে ঘুরতে চলে যান। আপনিও কি চলতি বছর পুজোর সময় কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করছেন ট্রেনে করে? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। পুজোর সময় যারা ঘুরতে যাওয়া প্ল্যান করছেন তাদের জন্য একগুচ্ছ ট্রেন উপহার দিল পূর্ব রেল।

 পুজোয় চলবে একাধিক ট্রেন

WhatsApp Community Join Now

এমনিতেই দেশের আক্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ট্রেন ব্যবস্থাকেই বেছে নেন। কারণ ট্রেনের ভ্রমণ একপ্রকার যেমন সস্তা তেমনই আরামদায়কও বটে। বর্তমানে দেশে বন্দে ভারত এক্সপ্রেস থেকে শুরু করে তেজস এক্সপ্রেস ও আরো নানারকম ট্রেন চলছে। আবার দেশে বুলেট ট্রেন চালানোরও পরিকল্পনা রয়েছে। জোর কদমে চলছে কাজ। ফলে অবশ্যই সকলেরই রেলকে নিয়ে প্রত্যাশা দিনে দিনে বেড়েই চলেছে। অবশ্য রেলও কিন্তু সাধারণ মানুষকে নিরাশ করছে না। তারই ফলশ্রুতি হল এবার চলতি বছর দুর্গাপুজোয় এক ধাক্কায় ৯টি রুটে কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন রুটে এই ট্রেনগুলি চলবে? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার মিলবে টিকিট

পুজোর সময় ট্রেনের সিট মেলা আর লটারিতে টাকা জেতা এক সমান। দুর্গাপুজোর সময় ট্রেনের সিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায়। অনেকেই আছেন যারা ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন কিন্তু ওয়েটিং লিস্ট লম্বা দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। কিন্তু এবারে আর তা করতে হবে না, কারণ পূর্ব রেল সকলকে দারুন উপহার দিয়েছে। পুজোর জন্য স্পেশ্যাল ১৮ ট্রেন চালু করল পূর্ব রেল।

কোন কোন রুটে ছুটবে বিশেষ ট্রেন

রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৯টি রুটে বিশেষ ট্রেন চালু করছে পূর্ব রেল। এখন আপনি নিশ্চয় ভাবছেন যে কোন কোন রুটে এই বিষয় ট্রেনগুললি ছুটবে? তাহলে দেখে নিন তালিকা।

  • ১) ট্রেন নম্বর ০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর ৫ অক্টবর – ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনি ও সোমবার চলবে।
  • ২) ট্রেন নম্বর ০৩১৩২ গোরখপুর – শিয়ালদহ ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবি ও মঙ্গলবার চলবে।
  • ৩) ট্রেন নম্বর ০৩০৪৩ হাওড়া – রক্সউল জংশন ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে।
  • ৪) ট্রেন নম্বর ০৩০৪৪ রক্সউল জংশন – হাওড়া ৬ অক্টবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।
  • ৫) ট্রেন নম্বর ০৩৪১৭ মালদা টাউন – উদনা জংশন ৬ অক্টবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।
  • ৬) ট্রেন নম্বর ০৩৪১৮ উদনা জংশন – মালদহ টাউন ৮ অক্টবর থেকে ২৬ নভেম্ব পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে।
  • ৭) ট্রেন নম্বর ০৩৫৭৫ আসানসোল – আনন্দবিহার টার্মিনাল ৪ অক্টবর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার চলবে।
  • ৮) ট্রেন নম্বর ০৩৫৭৬ আনন্দবিহার টার্মিনাল – আসানসোল ৫ অক্টবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে।
  • ৯) ট্রেন নম্বর ০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দবিহার টার্মিনাল ৭ অক্টবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার চলবে।
  • ১০) ট্রেন নম্বর ০৩৪৩৬ আনন্দবিহার টার্মিনাল – মালদহ টাউন ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার ছুটবে।
  • ১১) ট্রেন নম্বর ০৩০৪৫ হাওড়া – রক্সাউল জংশন ৭ অক্টবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি সোমবার অবধি চলবে।
  • ১২) ট্রেন নম্বর ০৩০৪৬ রক্সউল জংশন – হাওড়া ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে।
  • ১৩) ট্রেন নম্বর ০৩১০৯ শিয়ালদহ – ভাদোদরা জংশন ১ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে।
  • ১৪) ট্রেন নম্বর ০৩১১০ ভাদোদরা জংশন – শিয়ালদহ ৩ অক্টবর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রতি বৃহস্পতিবার চলবে।
  • ১৫) ট্রেন নম্বর ০৩০০৭ হাওড়া – খাতিপুরা ৬ অক্টবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি রবিবার চলবে।
  • ১৬) ট্রেন নম্বর ০৩০০৮ খাতিপুরা – হাওড়া ৮ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে।
  • ১৭) ট্রেন নম্বর ০৩৫০৯ আসানসোল – খাতিপুরা ১ অক্টবর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার চলবে।
  • ১৮) ট্রেন নম্বর ০৩৫১০ খাতিপুরা – আসানসোল ২ অক্টবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার চলবে।
সঙ্গে থাকুন ➥
X