কলকাতাঃ আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা? পুলিশে চাকরি করার স্বপ্ন দেখেন? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। এবার পশ্চিমবঙ্গ পুলিশের বেশ কিছু পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হল। এই মর্মে গত ৮ আগস্ট একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আর এই বিজ্ঞপ্তি দেখে স্বাভাবিকভাবেই সকলে খুশি হয়ে গিয়েছেন। আপনিও যদি পুলিশে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিশদে জেনে নিন।
পদের নাম ও সংখ্যা
রাজ্য পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ভবানী ভবনে পশ্চিমবঙ্গ পুলিশ অধিদফতর বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট-এ কর্মী নিয়োগ করা হবে। মোট ৩টি পদমর্যাদায় চাকরির সুযোগ রয়েছে। সমস্ত পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে লোক নেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে উল্লেখিত পদগুলিতে চাকরি পেতে কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন? তাহলে জানিয়ে রাখি, কেউ যদি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদন জানাতে চান তাহলে প্রার্থীদের বিটেক/ বিই/ এমসিএ/ এমএসসি ডিগ্রির পাশাপাশি সিস্টেম বা সার্ভার লিনাক্সে ওইএম এল২ সার্টিফিকেশন থাকতে হয়। যদি সিস্টেম/ সার্ভার-উইন্ডোজে সার্টিফিকেশন থাকে তাহলে তো সোনায় সোহাগা।
বয়সসীমা
যদিও এই সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে চাকরি পেতে প্রার্থীর বয়স কত হবে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।
বেতন কাঠামো
এবার আসা যাক বেতন কাঠামো প্রসঙ্গে। যদি আপনার চাকরি সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে হয়ে যায় তাহলে আপনি মাস প্রতি ২৯,০০০ টাকা করে বেতন পেতে পারেন। অন্যদিকে সফটওয়্যার ডেভেলপার পদে যদি চাকরি পেয়ে যান তাহলে আপনি মাস গেলে ৩৩,০০০ টাকা বেতন হিসেবে ঘরে তুলবেন। এরপর আসা যাক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদের ব্যাপারে। আপনার চাকরি যদি এই পদে হয়ে যায় তাহলে আপনি মাস প্রতি বেতন হিসেবে পেয়ে যেতে পারেন ৪০,০০০ টাকা মতো। হ্যাঁ ঠিকই শুনেছেন।
বাছাই প্রক্রিয়া
উল্লেখিত পদগুলিতে চাকরি পেতে হলে প্রার্থীদের বেশ কিছু ধাপের মধ্যে দিয়ে যেতে হবে। মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। র পর অনলাইন পরীক্ষা/ লিখিত পরীক্ষা/ প্র্যাক্টিক্যাল পরীক্ষা/ ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট, ২০২৪। আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইট https://wbpolice.gov.in/ -এ ভিজিট করতে হবে প্রার্থীদের।