এক সপ্তাহেই গদি ছাড়া স্টার জলসা, মুকুট হারাল ‘গীতা’! এবার TRP টপার কে?

Published:

bengali serial trp list
Follow

প্রতি সপ্তাহের ন্যায়ে এই সপ্তাহেও TRP তালিকায় বিরাট চমক লক্ষ্য করা গেল। আগের সপ্তাহে দীর্ঘ খরা কাটিয়ে স্টার জলসার মেগা বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে ফের একবার নিজের জায়গায় ফিরে এল জি বাংলা। চলতি সপ্তাহে জি বাংলারই জনপ্রিয় এক মেগা বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল জি বাংলার এক মেগা।

এসে গেল টিআরপি লিস্ট

বৃহস্পতিবার দিনটার জন্য সারা সপ্তাহ সিরিয়ালপ্রেমীরা অপেক্ষা করে থাকেন। কারণ এদিনই বেরোয় টিআরপি তালিকা। তবে এবার স্বাধীনতা দিবসে ছুটির জন্য শুক্রবার বেরোল TRP LIST।  যত সময় এগোচ্ছে ততই টিআরপি তালিকায় টিকে থাকতে একের পর এক চমক দিচ্ছে মেগাগুলি। মাসের পর মাস ধরে টিআরপি তালিকা টিকে থাকতে এক ঠাণ্ডা যুদ্ধ হচ্ছে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে। যদিও সেরার সেরা তকমাটা কিন্তু এখনও অবধি ধরে রেখেছে জি বাংলাই। এবারের বেঙ্গল টপার হল নিম ফুলের মধু। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এখন এই সিরিয়ালে দেখা যাচ্ছে, একটু একটু করে পর্ণার স্মৃতি ফিরে আসছে। ফলে বেজায় খুশি সৃজন সহ পরিবারের বেশিরভাগ সদস্য। এছাড়া আরও নানা ঘটনা তো রয়েইছেই। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৭.২।

দেখে নিন বাকি তালিকা

এবার দেখে নিন বাকি সিরিয়ালগুলির অবস্থা কেমন।

  • কোন গোপনে মন ভেসেছে ৭.১ ।
  • ফুলকি ৭.০ ।
  • গীতা LLB ৬.৯ ।
  • জগদ্ধাত্রী, কথা ৬.৮ ।
  • উড়ান ৬.৩ ।
  • মিঠিঝোরা ৫.৭ ।
  • বধূয়া, শুভ বিবাহ ৫.৯ ।
  • রোশনাই, ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৫.৮ ।
  • অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল ৪.৬ ।
  • তোমাদের রাণী, কে প্রথম কাছে এসেছি ৪.৫ ।

নন ফিকশনে কে এগিয়ে

  • রন্ধনে বন্ধন ০.৮
    দিদি No. 1 S9 ২.৩
    দিদি No. 1 S9 Sunday ৫.৭
  • Jalsha Fictions ৬.৮
    SRGMP 6.0 | Jalsha Fictions ৪.১
  • ইষ্টি কুটুম ১.৭, ১.৭ও ২.৩
  • খড়কুটো ১.৯, ১.২

 

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join