৩৪টি রাস্তা বন্ধ, ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে কলকাতায় যান চলাচলে বিধিনিষেধ, দেখুন তালিকা

Published:

Follow

কলকাতাঃ রাত পোহালেই রয়েছে নবান্ন অভিযান। আগামীকাল ২৭ই আগস্ট বাংলায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। মূলত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিউটিরতো মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই অভিযানকে ঘিরে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে বাংলা। অন্যদিকে যাতে কোনো অপ্রতিকর অবস্থায় না ঘটে তার জন্য ময়দানে নেমে পড়েছে কলকাতা পুলিশ। ট্রাফিক পুলিশের তরফে নবান্ন অভিযানকে ঘিরে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

বড় পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের

আপনিও যদি আগামীকাল রাস্তায় বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। কারণ ট্র্যাফিক পুলিশের তরফে বেশ কিছু রাস্তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোন কোন রাস্তার উপর পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা জেনে নিন। জানা গিয়েছে, দরকার পড়লে বেশ কিছু গাড়ি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হতে পারে, অবশ্য সেটা পরিস্থিতির বিচার করে।

কোন কোন রাস্তায় বিধি নিষেধ থাকবে? 

আগামীকাল কোন কোন রাস্তার ওপর বিধি-নিষেধ থাকবে তা নিয়ে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে কলকাতার ট্র্যাফিক পুলিশ। আপনিও তা দেখে নিন।

১) বিদ্যাসাগর সেতু এবং র‍্যাম্প।

২) খিদিরপুর রোড।

৩) তারাতলা রোড।

৪) ডায়মন্ড হারবার রোড।

৫) সার্কুলার গার্ডেনরিচ রোড।

৬) এসএন ব্যানার্জি রোড।

৭) ওল্ড কোর্ট হাউস স্ট্রিট।

৮) কাউন্সিল হাউস স্ট্রিট।

৯) কিংসওয়ে।

১০) সেন্ট জর্জেস গেট রোড।

১১) স্ট্র্যান্ড রোড।

১২) কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট।

১৩) কালাকার স্ট্রিট।

১৪) ব্রেবোর্ন রোড।

১৫) হাওড়া ব্রিজ।

১৬) গার্ডেনরিচ রোড।

১৭) হাইড রোড।

১৮) কোল বার্থ রোড।

১৯) রিমাউন্ট রোড।

২০) ফিডার রোড।

২১)জওহরলাল নেহরু রোড।

২২) রানি রাসমণি অ্যাভিনিউ।

২৩) রেড রোড।

২৪) নিউ রোড।

২৫) ডাফরিন রোড।

২৬) মেয়ো রোড।

২৭) আউটরাম রোড।

২৮) খিদিরপুর রোড।

২৯) হাসপাতাল রোড।

৩০) লাভার্স লেন।

৩১) কুইন্সওয়ে।

৩২) ক্যাসুরিনা অ্যাভিনিউ।

৩৩) ক্যাথিড্রাল রোড।

৩৪) এজেসি বসু রোড।

চলবে অতিরিক্ত বাস, ক্যাব

শুধু তাই নয়, নবান্ন অভিযানের দিনে যাতে সাধারণ মানুষের কোনওরকম অসুবিধা না হয়, সেজন্য অতিরিক্ত শিফটে সরকারি বাস, ফেরি সার্ভিস, ট্রাম পরিষেবা প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join