কলকাতাঃ আসছে অক্টোবর। আর এই অক্টোবর মাসে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়। বাঙালির দুর্গাপূজা থেকে শুরু করে দশেরা এবং আরও অন্যান্য উৎসব রয়েছে এই মাসে। তবে অক্টোবরের আগে সেপ্টেম্বর মাসে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় বাংলায়। সেই কারণে এই সেপ্টেম্বর মাসে কতগুলি ছুটি পাওয়া যাবে, সেই বিষয়ের উপর নির্ভর করে পুজোর কেনাকাটা থেকে শুরু করে আরও অনেক কিছুই। এই মাসে সরকারি ছুটির তালিকা নিয়ে আলোচনা করা হল এই নিবন্ধের বাকি অংশে।
আগস্ট মাসে অনেক উৎসব এবং বিশেষ অনুষ্ঠান ছিল। এই কারণে আগস্টে প্রচুর সরকারী ছুটিও ছিল। আপনি যদি এই মাসে নিজের বা আপনার পরিবারের জন্য সময় বের করতে না পারেন, তবে সেপ্টেম্বর মাস আপনার জন্য সেই সুযোগ করে দিতে পারে। তাই আপনি এই মাসের ছুটির তালিকা দেখে নিজের জন্য যেকোনো প্ল্যান করতে পারেন। সেপ্টেম্বর মাসে স্কুল-কলেজ থেকে অফিস-আদালত – সবেতেই ছুটি রয়েছে বেশ কয়েকদিন। আসুন, সেই তালিকা এবার দেখে নেওয়া যাক।
সেপ্টেম্বর মাসে মোট ৯ দিন ছুটি পাবেন
সরকারি ছুটির ক্যালেন্ডার মোতাবেক, সেপ্টেম্বরে মোট ৯ টি ছুটি পাবেন পড়ুয়া থেকে কর্মী সকলেই। এই সময়ের মধ্যে, ব্যাঙ্ক, স্কুল এবং অনেক সরকারি অফিস বন্ধ থাকবে। অন্যদিকে, সেপ্টেম্বর মাসের কয়েকদিন অনেক বেসরকারি সেক্টরেও ছুটি থাকবে। যে সকল অফিসে শনিবারও ছুটি থাকে কিংবা ব্যাঙ্কে যেখানে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকে, সেসব অফিসে সেপ্টেম্বরে ছুটির তালিকায় আরও বড় হতে পারে। কারণ এই মাসে মোট ৯ দিনের ছুটি পাবেন সকলে।
সেপ্টেম্বরের কোন কোন দিন ছুটি থাকবে?
● ১ সেপ্টেম্বর, ২০২৪ – রবিবারের কারণে, ব্যাঙ্ক, স্কুল এবং সরকারি অফিসগুলিতে ছুটি থাকবে।
● ৭ ই সেপ্টেম্বর ২০২৪ – এই দিনটি শনিবার এবং এদিন গণেশ চতুর্থী পড়েছে। যার কারণে এই দিনটি সরকারী ছুটির তালিকায় রয়েছে।
● ৮ ই সেপ্টেম্বর ২০২৪ – এই দিনটি রবিবার। তাই এটি একটি সাপ্তাহিক ছুটির দিন।
● ১৫ ই সেপ্টেম্বর ২০২৪ – এই দিনটিও রবিবার। এছাড়াও ওনামের কারণে এদিন সরকারি ছুটি থাকবে।
●১৬ সেপ্টেম্বর ২০২৪ – এই দিনটিতে রয়েছে ঈদ-ই-মিলাদ। এই কারণে দিনটিতে ব্যাঙ্ক, স্কুল, কলেজ এবং সরকারী অফিস বন্ধ থাকবে।
● ২২ সেপ্টেম্বর ২০২৪ – এই দিনটি রবিবার হওয়ায় ব্যাঙ্ক, স্কুল ও সরকারি অফিসে ছুটি থাকবে।
● ২৮ শে সেপ্টেম্বর ২০২৪ – চতুর্থ শনিবার হওয়ার কারণে এই দিনটিতে সমস্ত ব্যাঙ্ক ছুটি থাকবে।
● ২৯ শে সেপ্টেম্বর ২০২৪ – রবিবার হওয়ার কারণে এই দিনটি সাপ্তাহিক ছুটি থাকবে।