এসি কোচের ভাড়া মাত্র ৬৫ পয়সা প্রতি কিমি, এটিই হল ভারতের সবথেকে সস্তার ট্রেন

Published on:

garib rath inside

শ্বেতা মিত্রঃ আমাদের দেশে বহু মানুষের লাইফলাইন হল রেলপথ। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার দ্রুত মাধ্যম ট্রেন। বিমানে ওঠা সবার পক্ষে সম্ভব না। ট্রেনেই ভরসার উপায়। কম খরচের মধ্যে চলে যাওয়া যায় দেশের যে কোনও প্রান্তে। সময়ের সঙ্গে ভারতীয় রেল আগের থেকে অনেক উন্নত হয়েছে। রেল স্টেশন থেকে শুরু করে যাত্রীদের বসার আসন পর্যন্ত সব কিছুই এখন আধুনিক।

WhatsApp Community Join Now

দেশবাসী দেখতে শুরু করেছেন বুলেট ট্রেনের স্বপ্ন। ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয় হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশে একাধিক প্রিমিয়াম রেঞ্জের ট্রেন রয়েছে। বন্দে ভারতের পাশাপাশি রয়েছে রাজধানী, শতাব্দী এক্সপ্রেস। সাধারণ ট্রেনের তুলনায় এই ট্রেনগুলোর ভাড়া অনেকটাই বেশি। পরিষেবাও ভালো, গোটা ট্রেনে এসির ব্যবস্থা।

জলের দরে AC কোচে ভ্রমণ

প্রিমিয়াম এসি কোচে সফর করার মতো সামর্থ সবার নাও থাকতে পারে। সরকারও সে কথা জানে। প্রত্যেক মানুষ যাতে কম খরচের বিনিময়ে এসি ট্রেনে সফর করতে পারেন সে ব্যবস্থা করেছে সরকার। ভারতে এমন একটি এসি ট্রেন রয়েছে যার ভাড়া খুবই কম। এক কিলোমিটার সফর করলে মাত্র ৬৫ পয়সা! ভাড়া কম হলেও ট্রেনের সার্ভিস কিন্তু খারাপ নয়। এই ট্রেনকে বলা হয় গরীবের রাজধানী এক্সপ্রেস। কোন ট্রেনের কথা বলা হচ্ছে? ভারতের মধ্যে সবচেয়ে সস্তা এসি ট্রেনের খেতাব পাওয়া এই ট্রেনের নাম ‘গরীব রথ’।

গরীব রথ

ট্রেনটি বিভিন্ন শহরের মধ্যে ২৬ টি রুটে চলাচল করে। ট্রেনটি দিল্লি-মুম্বাই, দিল্লি-চেন্নাই, পাটনা-কলকাতার মতো গুরুত্বপূর্ণ রুটে চলে। ভাড়া কম হওয়ার কারণে এই ট্রেনের জনপ্রিয়তা বেশি। গোটা বছর ধরেই এই ট্রেনের টিকিটের চাহিদা থাকে। গড়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার গতিতে চলে ‘গরীব রথ’।

অনেকেই হয়তো জানেন না যে চেন্নাই থেকে দিল্লির হজরত নিজামুদ্দিনের মধ্যে চলে একটি গরিব রথ এক্সপ্রেস। এটিই দেশের দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে। এই ট্রেনটি চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ২৯:২৫ ঘণ্টায় অতিক্রম করে। এই ট্রেনের ভাড়া ১৫০০ টাকা।

সঙ্গে থাকুন ➥
X