স্নাতক পাসে সেন্ট্রাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, ইন্টারভিউর মাধ্যমে হবে নিয়োগ

Published on:

central bank

শ্বেতা মিত্রঃ আপনিও কি একটা ভালো চাকরি করছেন? বিশেষ করে আপনারও কি ব্যাংকে চাকরি করার দীর্ঘদিনের স্বপ্ন? তাহলে আপনার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ এবার দেশের প্রথম সারির রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে ব্যাপক পরিমাণে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, এর জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না প্রার্থীকে, শুধুমাত্র ইন্টারভিউ ক্র্যাক করলেই হবে। অনেকেই আছেন যারা দীর্ঘদিন ধরে সরকারে চাকরির স্বপ্ন দেখছেন আর সেই চাকরি যদি ব্যাংকে হয় তাহলে তো একদম সময় সোহাগা। ব্যাংকে চাকরি করার সুযোগ হচ্ছে না এমন প্রার্থীদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে Central Bank of India। আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর। অর্থাৎ আপনার যদি কপাল ভালো থাকে তাহলে পুজোর মাসেই একটি ভালো চাকরি হয়ে যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পদের নাম ও সংখ্যা

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কোন পদে নিয়োগ করা হবে? বিজ্ঞপ্তি অনুযায়ী, এর জন্য, ব্যাংক FLCC-র জন্য ডাইরেক্টর/কনসালটেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও কতগুলি পদে এইটা নিয়োগ করা হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

শিক্ষাগত যোগ্যতা

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২৪- এর জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, অফিসিয়াল বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য সমস্ত যোগ্যতা থাকতে হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বয়সসীমা

এবার আসা যাক বয়সসীমা প্রসঙ্গে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, ডাইরেক্টর/কনসালটেন্ট পদে চাকরি পেতে হলে আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৬৫-র বেশি হওয়া উচিৎ নয়।

বাছাই প্রক্রিয়া

যারা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উল্লেখিত পদগুলিতে আবেদন করার কথা ভাবছেন তাদের ব্যক্তিগত ইন্টারভিউ এবং পারফরম্যান্সের ভিত্তিতে বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন

এখন নিশ্চয় ভাবছেন যে উল্লিখিত পদগুলিতে চাকরি পেতে কিভাবে আবেদন করবেন?

১) এর জন্য অবশ্যই প্রার্থীকে আগে centralbankofindia.co.in -এ যেতে হবে।

২) এরপর যে পদের জন্য আবেদন করছেন সেটিতে ক্লিক করলে একটা আবেদনপত্র পেয়ে যাবেন।

৩) এরপর সেই আবেদনপত্রটি ডাউনলোড করুন এবং নির্ভুলভাবে ফিলআপ করুন।

৪) এরপর আগামী ১৫ অক্টবর বা তার আগে রিজিওনাল ম্যানেজার, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজিওনাল অফিস, হোটেল এয়ারলাইন্স বিল্ডিং, এমভিএস হাসপাতালের বিপরীতে, নয়াপুরা কোটা ৩২৪০০১ -এই ঠিকানায় পাঠিয়ে দিন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group