শ্বেতা মিত্রঃ আর মাত্র কয়েকটা দিন তারপরে চলে আসবে নতুন মাস অর্থাৎ অক্টোবর মাস। আর নতুন মাস মানেই কিছু না কিছু নিয়মে পরিবর্তন আসা। প্রতি মাসেই বিশেষ কিছু নিয়মে পরিবর্তন ঘটানো হয় সরকারের তরফে, এবারও তার ব্যতিক্রম ঘটবে না। এদিকে প্রতি মাসে বেশ কিছু নিয়মে পরিবর্তন করার জেরে সাধারণ মানুষের পকেটের উপর বেশ কিছুটা চাপ পড়ে। আগামী অক্টোবর ২০২৪ থেকে LPG গ্যাস সিলিন্ডার, ব্যাঙ্ক সংক্রান্ত সহ বেশ কিছু নিয়মে ব্যাপক রকমের পরিবর্তন ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।
LPG-র দাম
প্রতি মাসের প্রথম তারিখে তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে। এবারও তার ব্যতিক্রম ঘটবে না। আগামী ১ অক্টোবর, ২০২৪ সকাল সকাল আপনি সিলিন্ডারের দামে পরিবর্তন দেখতে পারেন। গত কয়েক বছরে যেখানে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন হয়েছে, সেখানে দীর্ঘদিন ধরে ১৪ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়মে বদল
আপনিও কি আপনার সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমাচ্ছেন? তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর। নতুন মাস থেকে সরকারি জনদরদী যোজনায় নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। ১ অক্টোবর থেকে মেয়েদের জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’র নিয়মও বদলে যাবে। নতুন নিয়ম অনুযায়ী, যদি সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট দাদু-দিদা খুলে থাকেন, তাহলে অ্যাকাউন্টটি অভিভাবক বা সন্তানের বাবা মায়ের কাছে স্থানান্তরিত হবে। যদি দুইয়ের বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে অতিরিক্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।
আধার কার্ড
আপনার কাছেও কি আধার কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। প্যান কার্ডের জন্য আবেদন বা আয়কর রিটার্ন দাখিলের জন্য আধার এনরোলমেন্ট আইডি আর অনুমতি দেওয়া হবে না। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। প্যান কার্ডের অপব্যবহার এবং নকল রোধ করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
ATF, CNG, PNG রেট
অন্যান্য জিনিসের পাশাপাশি প্রতি মাসের প্রথম তারিখে তেল কোম্পানিগুলো এয়ার টারবাইন ফুয়েল (এটিএফ) ও সিএনজি-পিএনজির দাম পরিবর্তন করে। এহেন পরিস্থিতিতে আগামী মঙ্গলবার অর্থাৎ মাসের প্রথম দিনেই সকালে তাদের নতুন সংশোধিত দাম আপনার সামনে আসতে পারে। প্রসঙ্গত, এর আগে সেপ্টেম্বরে এটিএফের দাম কমানো হয়েছিল।
PPF -র নিয়মে বদল
১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফও। পিপিএফে প্রথম পরিবর্তনটি অপ্রাপ্তবয়স্কদের জন্য খোলা পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কে। নাবালকের নামে খোলা পিপিএফ অ্যাকাউন্টে ১৮ বছর বয়স পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট রেট থেকে সুদ পাওয়া যাবে। এর পরে, পিপিএফের জন্য প্রযোজ্য সুদের হার প্রযোজ্য হবে।
দ্বিতীয় পরিবর্তনটি হ’ল যদি কেউ একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খোলেন, তবে বর্তমান সুদের হার প্রাথমিক অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং দ্বিতীয় অ্যাকাউন্টটি প্রাথমিক অ্যাকাউন্টের সাথে একত্রিত হবে। অতিরিক্ত পরিমাণ ০% সুদ সহ ফেরত দেওয়া হবে। অতিরিক্ত দুটি অতিরিক্ত অ্যাকাউন্ট তাদের খোলার তারিখ থেকে ০% সুদ মিলবে। একাধিক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড
আগামী মাস থেকে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড-এর নিয়মেও পরিবর্তন আসতে চলেছে। ১ অক্টোবর থেকে এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের লয়্যালটি প্রোগ্রামেও পরিবর্তন হতে চলেছে।