প্রীতি পোদ্দার: গত শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ। কানপুরের গ্রিন পার্কে চলছে সেই টেস্ট। আর প্রতিবার বাংলাদেশের খেলা দেখতে নিয়মিত মাঠে যেই দর্শককে এক ঝলকেই খুব সহজে চিনে নেওয়া যায় সেই ‘টাইগার রবি’ কেও দেখা গিয়েছিল সেদিন মাঠে। সারা গায়ে বাঘের মতো রং করে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এদিনও কানপুরেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেই খেলা দেখতে গিয়েই ঘটল বিপদ।
হামলার অভিযোগ রবির!
অভিযোগ ওঠে, খেলা চলাকালীন মাঠে ভারতীয় সমর্থকরা ‘টাইগার রবি’কে আক্রমণ করেছে। তাঁকে নাকি কয়েকজন দর্শক মারধর করেছে। এক সংবাদমাধ্যমকে রবি বলেন, “পিছন দিক থেকে আক্রমণ করে ওরা। আমার পিঠ এবং তলপেটে লেগেছে। শ্বাস নিতে সমস্যা হচ্ছে।” কানপুরের মাঠে ছিলেন পুলিশকর্মীরা। তাঁরাই রবিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। তবে পুলিশ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সেই মাঠে উপস্থিত থাকা এক পুলিশকর্মী জানান, “আমাদের এক কর্মী রবিকে সি ব্লকে দেখতে পায়। তখন হঠাৎ করে লক্ষ্য করা হয় যে তাঁর শ্বাস নিতে কষ্ট। কথা বলতে পারছিলেন না। মনে হয় তখনই ওঁর ডিহাইড্রেশন হয়েছে। এখন চিকিৎসকেরা কী বলছেন সেটাই দেখার।”
সিসিটিভি ফুটেজে উঠে এল অন্য তথ্য
এরপর হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নিজের বক্তব্য পালটে ফেলেন টাইগার রবি। একনাগাড়ে দাবি করে যাচ্ছে যে ভারতীয় সমর্থকরা তাঁকে মেরেছে। আর এই বিতর্কের আবহেই প্রকাশ্যে এসেছে কানপুরে ঘটনাস্থলের কিছু সিসিটিভি ফুটেজ। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, নিজেই আচমকা পথে বসে পড়েছেন টাইগার রবি। তখন আশেপাশে কেউই ছিল না। তাঁকে এমন অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে বরং সাহায্য করতে এগিয়ে আসেন সকলে। কিন্তু গোটা ঘটনার সম্পূর্ণ মিথ্যা রটনার জন্য বাংলাদেশের সংবাদমাধ্যমও বেশ ক্ষুব্ধ টাইগার রবির উপর।
আরও পড়ুনঃ বাংলাদেশে ১২০০ অথচ ভারতে ৮০০! পদ্মার ইলিশ নিয়ে ইউনূসের উপর খাপ্পা সে দেশের জনগণ
এই ঘটনায় রবি বেশ কয়েকজন সাংবাদিকের নাম উল্লেখ করে ‘সাক্ষী’ হিসাবে বলেছিলেন রবি। তার পর নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সেই সাংবাদিকদেরও। তবে রবির এই কাণ্ড প্রথমবার নয়, এর আগে বহুবার এমন কাণ্ড ঘটিয়েছেন টাইগার রবি। এর আগে ভারত-বাংলাদেশ টেস্টের প্রথম দিনে রবিকে মাঠে দেখা গিয়েছিল। সেখানে তিনি দলের সমর্থনে পতাকা নাড়ছিলেন। তাঁর সঙ্গে তখন কয়েক জন দর্শকের কথা কাটাকাটি হয়। সেই সময় পুলিশকর্মীরা গিয়ে সমস্যা মিটিয়ে দেন বলে জানা গিয়েছে।