শ্বেতা মিত্র, বাঁকুড়াঃ এক টানা বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ দেখে যে যার কাজে বেরিয়েছিলেন বাঁকুড়ার বহু মানুষ। সবকিছু ঠিকঠাকও চলছিল, সকাল সকাল যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু আচমকা মাঠে ওটা কি পড়ে আছে? শনিবার সকালে এক মহাজাগতিক দৃশ্য দেখে সকলে রীতিমতো চমকে গিয়েছেন সেই সঙ্গে ভয়ও পেয়েছেন। এই যে বরফের টুকরো! হ্যাঁ ঠিকই শুনেছেন। প্রবল শব্দে মাটিতে এসে পড়েছে এক টুকরো বরফের বড় টুকরো। আর এহেন দৃশ্য দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। বিজ্ঞানীরা অবধি এই ঘটনার ইয়ত্তা খুঁজে পাচ্ছেন না।
বাঁকুড়ায় আজব ঘটনা
বাঁকুড়ার সিমলাপাল থানার ছোট রামবনি এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। আচমকাই মাঠে এসে পড়ে বরফের একটি বড় গোলা। এদিকে যেখানে বরফের গোলাটি পড়েছে সেই মাটিতে বেশ খানিকটা গর্ত হয়ে গিয়েছে। ঘটনার সময় যারা সামনে ছিলেন তারা প্রাণ ভয়ে রীতিমতো ছুটে পালিয়ে গিয়েছিলেন। ঘটনা দেখে স্বাভাবিকভাবেই সকলেই ভয়ে কাঁটা হয়ে গিয়েছেন। সকলেই বলছেন তাদের জীবনে এরকম ঘটনা কোনওদিন ঘটতে দেখেননি।
বাঁকুড়া সিমলাপাল ব্লকের ছোট রামবনি এলাকায় সকাল থেকেই গ্রামের রাস্তার ধারে জমিতে কাজ করছিলেন স্থানীয়রা। এরপর হঠাৎ করে প্রবল শব্দ শুনতে পান স্থানীয়রা। সকলেই চমকে উঠে দেখেন আকাশ থেকে আচমকাই একটি বিরাট বরফের গোলা এসে মাটিতে আছে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আমরা মাঠে কাজ করছিলাম। এরপর বিকট একটা শব্দ পাই, সেই শব্দ শুনে গিয়ে দেখি একটা বরফের টুকরো পড়ে রয়েছে মাটিতে।’ এলাকার লোকজনের মতে, এক কুইন্টাল, দেড় কুইন্টাল ওজন হবে বরফটির।
কী বলছেন বিজ্ঞানীরা?
যদিও ক্রমে সেই বরফের টুকরোটি গলে জল হয়ে যায় যদি ওই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চঞ্চলের ছড়িয়েছে বাংলার সিমলাপাল এলাকার। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন বিজ্ঞানীর। তাঁদের মতে, আসলে এই বিষয়টিকে বলা হয় ‘মেগা ক্রায়োমেটেরিয়র’। ঘনীভূত হয়ে বড় স্তম্ভ মেঘের সৃষ্টি হলে এরকম ঘটনা ঘটে।