ছুটির বিকেলে ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি, কলকাতা সহ ৪ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

Published on:

wb weather rain south bengal

শ্বেতা মিত্র, কলকাতাঃ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে মেঘ রোদের লুকোচুরি খেলা। যদিও বেশিরভাগ সময়ে আকাশ কালো মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে বৃষ্টি নামবে বলে মনে করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার ও আগামী কয়েক দিন বাংলায় ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে। এরপর ২ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন থেকে নতুন করে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ।

দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

WhatsApp Community Join Now

হাওয়া অফিসে তরফে যা জানানো হয়েছে সেটা অনুযায়ী, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় নতুন করে তাপমাত্রা শুরু করেছে বাংলার জুড়ে যে কারণে চরম অসুস্থ্যের মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে তবে চিন্তা নেই আজ রবিবার বিকেলের মধ্যে বারিধারা নামতে চলেছে বাংলায়। এই বৃষ্টি হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতা।

আপনিও কি আজ বিকেলের দিকে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন?  তাহলে জেনে নিন কেমন থাকবে বাংলার আবহাওয়া। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এখনও বেশি। এমনিতে এখন দুর্গাপুজোর আবহাওয়া বিরাজ করছে বাংলা জুড়ে এখানে অবস্থায় আপনারা যদি শপিংয়ে যাওয়ার পরিকল্পনা হয়ে থাকে তাহলে তা আজ ভেস্তে দিতে পারে বৃষ্টি। আজ বিকেলের মধ্যে কলকাতার শহরসহ পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া, পুরুলিয়া,পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রাম জেলায় খুশি হতে পারে ফলে  আপনারা যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

উত্তরবঙ্গের আবহাওয়া

এমনিতে দার্জিলিং ও কালিম্পং জেলায় টানা বৃষ্টিপাত চলছে। আজ দুপুর থেকে সেখানেও ফের একবার ব্যাপক বৃষ্টিপাত নামতে পারে। সঙ্গী হবে বজ্রবিদ্যুৎও।  আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X