২৪ ঘণ্টাই বিদ্যুৎ, আর হবে না ঘাটতি! সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট তৈরির ঘোষণা অরূপ বিশ্বাসের

Published on:

aroop biswas

প্রীতি পোদ্দার: সময় যত এগোচ্ছে রাজ্যে বিদুৎতের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। তার উপর আর কয়েকদিন বাদেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই পুজোর মরশুমে রাজ্যে বিদ্যুৎ এর চাহিদা যেন আগের তুলনায় আরও দ্বিগুণ হারে বেড়ে যায়। ফলস্বরূপ রাজ্যে শিল্প খাতেও বিদ্যুতের খরচ বাড়ছে। তাই এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ফলে কর্মসংস্থানও বাড়তে চলেছে।

পিপিপি মডেলে পাওয়ার প্ল্যান্ট নির্মাণ রাজ্যে!

WhatsApp Community Join Now

গতকাল অর্থাৎ সোমবার, মন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট জানান, রাজ্যে আরও ৫টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ওই ৫টি পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটি তৈরি হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে। এনিয়ে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ওই বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি হবে ১৬০০ মেগাওয়াটের। ফলে রাজ্যে বিদ্যুতের চাহিদা অনেকটাই জোগান দেওয়া যাবে।

কী বলছেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস?

এছাড়াও এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস আরও বলেন যে, রাজ্যে যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলি সক্রিয় রয়েছে সেগুলি হল সাগরদিঘি, বক্রেশ্বর, দুর্গাপুর, সাঁওতালডিহি, ব্যান্ডেল ও কোলাঘাট বিদ্যুকেন্দ্র। সাগরিদিঘিতে একটি নিজস্ব পাওয়ার প্ল্যান্ট তৈরি করছিল রাজ্য সরকার। সেই বিদ্যুৎ কেন্দ্রের ৯৫ শতাংশ কাজ হয়ে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই এর সম্পূর্ণ কাজ হয়ে যাবে। আর এই বিদ্যুৎ কেন্দ্রটি সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গোত্রের। যা দেশের পূর্বাঞ্চলে এই প্রথম নির্মিত হচ্ছে।

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আরও বলেন যে এখানে যে সমস্ত প্ল্যান্ট গড়ে তোলা হচ্ছে সবটাই রাজ্যের অর্থে গড়ে উঠবে। কারও কোনও টাকা নেই। এটি সম্পন্ন হলে রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যেও বিদ্যুৎ বিক্রি করতে পারবে রাজ্য সরকার। তার ফলে রাজ্যের কোষাগারে ঢুকবে মোটা অঙ্কের টাকা।

আরও পড়ুনঃ UPSC-র আদলে হবে WBCS পরীক্ষা, সিলেবাসে আসছে আমূল বদল

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, যে সকল বিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি করা হবে তার মধ্যে কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হবে। এছাড়া কয়েকটি রাজ্য সরকার নিজেই তৈরি করবে। এর পাশাপাশি রাজ্যে যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি তৈরি রয়েছে সেগুলি আরও আধুনিক করার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। মূলত আগামী দিনে যাতে রাজ্যে বিদ্যুতের কোনও সমস্যা না হয়, সেই কথা মাথায় রেখেই বিদ্যুৎকেন্দ্রগুলির আধুনিকীকরণ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে প্রশাসনের তরফ।

সঙ্গে থাকুন ➥
X