শ্বেতা মিত্রঃ আর রক্ষে নেই, এবার ২১৫ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন। একবার যদি এটি দেশে আছড়ে পড়ে তাহলে কিভাবে এটি তাণ্ডবলীলা চালাবে তা আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। ইতিমধ্যে আসন্ন সুপার টাইফুন ‘ক্রাথুন’ নিয়ে তীব্র সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আসন্ন এই টাইফুনকে ঘিরে হাই অ্যালার্ট মোডে রয়েছে প্রশাসন। বিপদের গন্ধ আঁচ করে ইতিমধ্যে বহু মানুষকে নিরাপদ স্থানীয় সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু করে দেওয়া হয়েছে। তবে শেষ অবধি কতটা কী সম্ভব হবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে।
ধেয়ে আসছে সুপার টাইফুন
ইতিমধ্যে প্রবল ধস এবং বন্যার জেরে রীতিমতো কাহিল অবস্থা হয়ে গিয়েছে নেপালের। হু হু করে বাড়ছে এমনিতে সংখ্যা ইতিমধ্যে মৃতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গিয়েছে। নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। যদিও এবার প্রকৃতির তাণ্ডবের মুখে পড়ার পালা হচ্ছে তাইওয়ান এবং ফিলিপিন্স -এর। আবহাওয়া অফিসের তরফে তীব্র সতর্কতার জারি করা হয়েছে। জানানো হয়েছে, ২১৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফন ক্রাথন। ঝোড়ো হাওয়ার পাশাপাশি সঙ্গে হবে প্রবল বৃষ্টি। এমনকি প্রবল ঝড়ের দাপটে উড়ে যেতে পারে মানুষের ঘরবাড়িও।
প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা
আসন্ন ঘূর্ণিঝড়ের জেরে ইতিমধ্যে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ থেকে শুরু করে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে। এমনকি মৎস্যজীবীদেরও সরে আসতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, এই ঝড়ের কবলে পড়তে চলেছে তাইওয়ান, ফিলিপিন। কাগায়ান ও বাটানেস প্রদেশের বালিন্টাং দ্বীপের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৭৫ থেকে ২১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ইতিমধ্যে সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইছে, উত্তাল হয়ে উঠেছে সমুদ্র।
আরও পড়ুনঃ মাসের প্রথম দিনই সস্তা হল কাঁচা তেল, জানুন আজ পেট্রোল-ডিজেলের রেট
আজ মঙ্গলবারই দেশে আছড়ে পড়তে পারে সুপার টাইফুনটি বলে খবর। ইতিমধ্যেই কাগায়ান প্রদেশে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। বিপদের আশঙ্কা ইতিমধ্যে শয়ে শয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |