রাত পোহালেই মহালয়া, পুজোর মরশুমে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

Published on:

weather

প্রীতি পোদ্দার: রাত পোহালেই মহালয়া। আগামীকালই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের। এদিকে নতুন মাস পড়তেই কেমন যেন পুজো পুজো ভাব জমেছে চারিদিকে। আকাশে তুলোর মত সাদা মেঘ ছেয়ে গিয়েছে গোটা নীল আকাশ জুড়ে। এদিকে কিছুদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘোর নিম্নচাপ। যার প্রভাবে গত সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। বাদ যায়নি পাহাড়ি এলাকাগুলিও। সেখানে তৈরি হয়েছিল দুর্যোগময় পরিস্থিতি। তবে নিম্নচাপ কেটে যাওয়ায় এইমুহুর্তে আবহাওয়া কিছুটা স্থিতিশীল। কিন্তু প্রশ্ন উঠছে পুজোর আগে আগামী কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া।

WhatsApp Community Join Now

গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের বৃষ্টিতে যতটা কমেছিল তাপমাত্রা তার তুলনায় এবার যেন খানিক বেড়ে গিয়েছে বর্তমানের তাপমাত্রা। চড়া রোদ ও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বেজায় বেড়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু জেলায়। এই মুহূর্তে দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। তার উপর আবার উত্তর-পূর্ব অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যা তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরও একটি অক্ষরেখা রয়েছে উত্তর কোঙ্কন থেকে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত। যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে। তার জেরেই এমন আবহাওয়া তৈরি হয়েছে। তবে পুজোর একদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু কোনো জায়গা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাইতো আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে আজ অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের চার জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। যেই চার জেলার কথা আবহাওয়া দফতর জানিয়েছে সেই চার জেলা হল দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া

কয়েক দিনের বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল পাহাড়ে। জারি হয়েছিল লাল সতর্কতা। বেড়েছিল তিস্তা-সহ একাধিক নদীর জলস্তর। কিন্তু গত সোমবার থেকে আপাতত দুর্যোগ কেটে গিয়েছে। তবু কোনও কোনও জায়গায় এখনও বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত উত্তর এর সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X