বিনামূল্যে ৫ লাখের চিকিৎসা, ঘরে বসেই আবেদন করুন আয়ুষ্মান ভারত যোজনায়

Published on:

vellore cmc ayushman bharat

শ্বেতা মিত্রঃ যত সময় এগোচ্ছে ততই দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবনা চিন্তা করে একের পর এক সিদ্ধান্ত নিয়েই চলেছে কেন্দ্রীয় সরকার। সাধারণ মানুষের যাতে ভালো হয় তার জন্য একের পর এক প্রকল্প এনেই চলেছে কেন্দ্রীয় সরকার। তেমন একটি জনদরদী প্রকল্প হলো আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana)। এই প্রকল্পের মাধ্যমে বর্তমান সময় দেশের লক্ষ্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হচ্ছেন। আপনিও কি এই প্রকল্পের অংশীদার হতে চান? তাহলে কিভাবে কী আবেদন করতে হবে তা জেনে নিন ঝটপট।

কী এই আয়ুষ্মান ভারত?

WhatsApp Community Join Now

আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নরেন্দ্র মোদী সরকারের উচ্চাভিলাষী প্রকল্প। বিশ্বের বৃহত্তম এই স্বাস্থ্য বিমা প্রকল্পে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এখন নরেন্দ্র মোদী সরকার এই প্রকল্পের সুবিধা সমস্ত শ্রেণির ৭০ বছর বা তার বেশি বয়সীদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, বর্তমানে ৫৫ কোটি সুবিধাভোগী এ থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। এই প্রকল্পের আওতায় কেন্দ্রের তরফে আবেদনকারীদের একটি বিশেষ কার্ড দেওয়া হয়। এই কার্ডের মাধ্যমে আপনিও পেয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকা অবধি একদম বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। আপনি ঘরে বসেই এই প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন।

ঘরে বসেই করুন আবেদন How To Apply Ayushman Bharat Yojana

আয়ুষ্মান কার্ড স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি অত্যন্ত দরকারি নথি, যা রোগীকে চিকিৎসার জন্য ৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করে।  আপনিও কি এই বিশেষ কার্ডটি পেতে ইচ্ছুক? তাহলে কিভাবে কী আবেদন করবেন তার জেনে নেবেন বিশদে।

১) আয়ুষ্মান কার্ড তৈরি করতে প্রথমেই মোবাইলের প্লে স্টোর থেকে PM-JAY বা আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করতে হবে বা https://beneficiary.nha.gov.in-তে ক্লিক করে Google থেকে লগইন করতে হবে।

২) পরবর্তী ধাপ হিসেবে আয়ুষ্মান অ্যাপে লগইন করতে হবে এবং Beneficiary অপশনটি বেছে নিতে হবে।

৩) এরপর মোবাইল নম্বর এবং ওটিপি দিতে হবে।

৪) এখন আপনাকে কিছু ব্যক্তিগত বিবরণ দিতে হবে এবং Submit বিকল্পে ক্লিক করতে হবে।

৫) যে সদস্যদের নাম সবুজ রঙে থাকবে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে এবং যাদের নাম কমলা রঙের হবে, তাদের কার্ড তৈরি করা হয়নি। তাদের নামের সামনে Do e-KYC অপশন দেখা যাবে। এই বিকল্প নির্বাচন করা আবশ্যক।

৬) এবার Apply করার অপশনটি সিলেক্ট করুন, এরপর একটি নতুন পেজ ওপেন হবে যাতে আবেদনপত্র থাকবে।

৭) আবেদন ফর্ম পূরণ করার পরে, আপনাকে নথিগুলি আপলোড করতে হবে।

৮) ডকুমেন্ট আপলোড করার পর আপনাকে ওটিপি ভ্যালিডেশন করতে হবে।

৯) OTP ভ্যালিডেশনের পর আপনাকে ফর্ম সাবমিট করতে হবে এবং তারপর আপনি আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।

সঙ্গে থাকুন ➥
X