শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। মহালয়ার দিন ভোর থেকে আচমকাই বদল ঘটল বাংলার আবহাওয়ার। বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায়। আজ ২ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বহু জায়গায় কখনো বিক্ষিপ্ত তো আবার কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনিও কী আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ প্রথমেই আলোচনা করা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে মহালয়া থেকে চতুর্থী পর্যন্ত আংশিক থেকে প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে ভারী বৃষ্টিপাতের ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে আদ্র ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির বা বজ্রঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। আজ কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে পার্বত্য জেলাগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ ও কোচবিহারের মতো জেলায় সারাদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকালের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে বাংলার আবহাওয়া। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, এদিন কলকাতা সহ দক্ষিণবঙের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ মহালয়ায় ভাগ্য ঘুরবে মেষ, মিন সহ ৫ রাশির, আজকের রাশিফল ২ অক্টোবর
উত্তরবঙ্গের কথা বললে, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।