মহালয়ার দিন সোনার দাম বাড়ল না কমল? জানুন এক ক্লিকেই

Published on:

gold silver price today

শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজ থেকে দেবী পক্ষের সূচনা হয়ে গেল। আর দেবীপক্ষের সূচনা মানেই হল দুর্গাপুজোর কাউন্টাডাউন শুরু হয়ে যাওয়া। দুর্গাপুজো মানেই হলো দেদার কেনাকাটা। বছরের এই পাঁচটা দিনই মানুষের যেন প্রাণ খুলে আনন্দ উপভোগ করতে পারেন। এই পুজো উপলক্ষে কেউ জামা কাপড় কেনেন তো কেউ আবার আছেন যারা ঘর সাজানোর জিনিসপত্র কেনেন। আবার অনেকেই আছেন যারা এই শুভ সময় সোনার গয়না কিনতে পছন্দ করেন। বর্তমানে লাগাতে আর কিছু সময় ধরে সোনা ও রুপোর দামে ব্যাপক ওঠানামা অব্যাহত রয়েছে। পতনের বদলে দাম বেড়েই চলেছে। ফলে এখন সোনার জিনিস বানানো রীতিমতো অনেকের কাছে স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। তবে আজ শুভ মহালয়ার সময়ে কি সোনা রুপোর দাম কমলো নাকি বাড়ল তাই জানতে আপনিও ইচ্ছুক? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

সোনার দাম কমল না বাড়ল?

WhatsApp Community Join Now

রুপোর থেকেও সোনা হল বাঙালিদের কাছে একটা আলাদা ইমোশনের জায়গা। যে কোনো শুভ অনুষ্ঠান হোক বা অন্য কিছু, বাঙালির সোনা কেনা চাইই চাই। কিন্তু বর্তমান সময় যে হারে সোনার দাম বাড়ছে সেখানে এই জিনিস কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। মধ্যবিত্ত ঘরের মানুষের কাছে দু গ্রামের সোনা কেনা রীতিমতো এখন স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। গতকাল মঙ্গলবার অর্থাৎ মাসের প্রথম দিনেই সোনার দাম বেশ খানিকটা কমেছিল। কিন্তু আজ সেই দাম বেশ খানিকটা আবারো বেড়ে গিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ আপনারও যদি সোনা বা রুপো কেনার পরিকল্পনা হয়ে থাকে তাহলে জেনে নিন শহরে আজ দুই ধাতুর রেট কততে যাচ্ছে।

২২ ক্যারট সোনার দাম

গতকাল যেখানে ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭০, ৫০০ টাকা। আজ সেই দাম ৫০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭১, ০০০ টাকায়।

২৪ ক্যারট সোনার দাম

এবার আসা যাক ২৪ ক্যারট সোনার দাম প্রসঙ্গে। গতকাল যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিলো ৭৬, ৯১০ টাকা। আজ সেই দাম ৫৪০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭৭, ৪৫০ টাকায়।

রুপোর দাম

আজ সোনার দাম বাড়লেও রুপোর দাম আর নতুন করে বাড়েনি। জানা গিয়েছে, গত ২৭ সেপ্টেম্বরের পর রুপোর দাম আর নতুন করে বাড়েনি। আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৯৫০০ টাকাল। এছাড়া এক কেজি রুপোর দাম ৯৫, ০০০ টাকা।

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X