শ্বেতা মিত্র, কলকাতাঃ একদম শিওরে রয়েছে দুর্গাপুজো। আরি দুর্গাপুজোকে কেন্দ্র করে সাধারণ মানুষ কোথাও ঘুরতে যাবে না তা তো হতেই পারে না। বিশেষ করে এই পুজোর সময় অনেকেই আছেন যারা শহর বা জেলায় থেকে ঠাকুর দেখতে ভালোবাসেন। আবার কিছু সংখ্যক মানুষ এমনও রয়েছেন যারা হয় দীঘা নয়তো দার্জিলিং ঘুরতে যেতে পছন্দ করেন। আপনিও কি পুজোর সময় পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? অথচ ট্রেনের টিকিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর।
এমনিতে পুজোর সহ বেশ কিছু উৎসবের সময় ট্রেন গুলিতে মানুষের বাদুড়ঝোলা ভিড় চোখে পড়ার মতো থাকে। এহেন অবস্থায় ট্রেনের টিকিট পাওয়া আর ভগবানের দেখা পাবা রীতিমতো সমান হয়ে দাঁড়ায়। তবে আর চিন্তা নেই উৎসবের মৌসুমে এবার পর্যটকদের জন্য দুর্দান্ত সুখবর দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।
পুজোর সময়ে চালু কলকাতা-শিলিগুড়ি নতুন বাস
উৎসবের মরসুমে যাত্রীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম শিলিগুড়ি থেকে কলকাতা এবং শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত চারটি নতুন বাস পরিষেবা চালু করেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই বাস পেয়ে বেজায় খুশি যাত্রীরাও। এই বাসগুলির মধ্যে রয়েছে শিলিগুড়ি ও কোচবিহারের মধ্যে চলাচলকারী দুটি সিএনজি বাস এবং শিলিগুড়ি-কলকাতা রুটে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত রকেট বাস।
বেজায় খুশি যাত্রীরাও
জানা গিয়েছে, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে এক অনুষ্ঠানে এই বাসগুলির সূচনা করেন।
NBSTC -র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘এসি রকেট পাঁচটি ও নন এসি আটটি বাস পরিষেবা চালু করা হবে। যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল আজ। কোচবিহার ও শিলিগুড়ির মধ্যে সিএনজি বাস পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হবে। অন্যদিকে চতুর্থী ও পঞ্চমীর দিন পুজো পরিক্রমার জন্য বাস সার্ভিস চলবে৷ পুজোর সময় যেভাবে ভাড়া বৃদ্ধি হয় বিমান ও রেলের সেই অসুবিধের কথা মাথায় রেখেই আমাদের এই সিদ্ধান্ত। পর্যটকদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য ছোট গাড়ি ছুটবে পাহাড়ের উদ্দেশ্যে।’