26Kmpl মাইলেজ, দাম 5.36 লাখ! এই Hatchback গাড়িতে ৭৩০০০ টাকা ছাড় দিচ্ছে Maruti

Published on:

maruti celerio

শ্বেতা মিত্রঃ নিজের গাড়ি, বাড়ি হোক এই ইচ্ছাটা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই। কিন্তু অনেক সময় এই দুটি জিনিসই কিনতে গিয়ে রীতিমতো পকেট এবং ব্যাংক দুইই ফাঁকা হয়ে যায়। তবে আবার অনেকেই আছেন যারা নিজের ইচ্ছা পূরণ করতে সবকিছু করতে রাজি থাকেন। যাই হোক আগামী দিনে আপনিও কি একটি ভালো গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন? এমন একটি গাড়ি যেটি মাইলেজ দুর্দান্ত দেয়? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। বিশেষ করে যারা একটু বাজেটের মধ্যে ভালো গাড়ির সন্ধান করছেন তাঁদের জন্য রয়েছে একদম রয়েছে সোনায় সোহাগ খবর। এই গাড়িটি হল মারুতি কোম্পানির। উৎসবের মরসুমে মারুতি কোম্পানির তরফে এমন একটি গাড়ি আনা হয়েছে যেটি দেখলে আপনারও মন, প্রাণ জুড়িয়ে যাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Maruti Suzuki Celerio

আজ কথা হচ্ছে Maruti Suzuki Celerio গাড়ি নিয়ে। এই Maruti Suzuki Celerio গাড়িতে ১২টিরও বেশি সেফটি ফিচার দেওয়া হয়েছে। এটি দেশের সবচেয়ে মাইলেজ দেওয়া পেট্রোল গাড়িও। ওয়াগন-আর এবং সুইফটের চেয়ে কোনো অংশে কম যায়নি মারুতির এই গাড়িটি। তবে দারুণ কিছু ফিচার্স থাকা সত্ত্বেও গাড়িটির বিক্রি খুব একটা ভালো নয়।

প্রতি মাসে কোম্পানিটি মাত্র ৩০০০ ইউনিট বিক্রি করছে, যেখানে প্রত্যাশা প্রতি মাসে ৮০০০-১০, ০০০ ইউনিট হওয়া উচিত। যাইহোক, আসুন জেনে নেওয়া যাক এই গাড়ির ফিচার সম্পর্কে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Maruti Suzuki Celerio -র মাইলেজ

প্রথমেই গাড়িটির মাইলেজ সম্পর্কে আলোচনা করা যাক। গাড়িটিতে 1.0 লিটার K10C পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি 65 bhp এবং 89 Nm টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনে রয়েছে 5-স্পিড ম্যানুয়াল ও AMT গিয়ারবক্স। গাড়িটি প্রতি লিটারে ২৬ কিলোমিটার মাইলেজ পায়।

  • গাড়িটির দৈর্ঘ্য: 3695mm
  • প্রস্থ: 1655mm
  • উচ্চতা: 1555 মিমি
  • টায়ার: ১৫ ইঞ্চি (সমস্ত চারটি)
  • ওজন: ৮২০ কেজি।

ফিচার্স

মারুতি সেলেরিও গাড়িটিতে ফিচারের অভাব নেই। এতে ৫ জনের বসার ব্যবস্থা রয়েছে। এতে একটি 7.0-ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে যা অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। এ ছাড়া স্মার্ট কি-এর সঙ্গে পুশ স্টার্ট/স্টপ বাটন, স্টিয়ারিং মাউন্টেড অডিও কন্ট্রোলের মতো ফিচার দেখা যায়। সেফটি ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, এবিএস উইথ ইবিডি, ইলেক্ট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ইএসপি), হার্টেড প্ল্যাটফর্ম, ব্রেক অ্যাসিস্ট, রিভার্স পার্কিং সেন্সর, সেগমেন্ট-ফার্স্ট হিল-হোল্ড অ্যাসিস্ট। এক কথায় একটা ভালো গাড়িতে যা যা জিনিস থাকা জরুরী তার সবটি এই মারুতি সেলেরিও গাড়িতে রয়েছে।

 কেন কিনবেন এই গাড়ি?

এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি এই গাড়ি কেন কিনবেন? সেক্ষেত্রে বলে রাখি, আপনি যদি এমন একটি পেট্রোল গাড়ি খুঁজছেন যার দুর্দান্ত জায়গা এবং ভাল মাইলেজ রয়েছে তবে আপনি সেলেরিও কেনার কথা ভাবতে পারেন। এই গাড়িতে মারুতির সবচেয়ে ভালো ইঞ্জিনও রয়েছে। শহর ও মহাসড়কে এই গাড়িটি দুর্দান্ত স্পিড তুলতে সক্ষম।

গাড়িতে মিলবে দারুণ ডিসকাউন্ট

  • Maruti Celerio FCMT গাড়িটিতে আপনি ৪৮, ১০০ টাকার ডিসকাউন্ট পেয়ে যাবেন।
  • Maruti Celerio পেট্রোল AGS গাড়িতে ৫৩,১০০ টাকার ছাড় পেয়ে যাবেন।
  • Maruti Celerio LXI Dream Edition -এ ৭৩,০০০ টাকার ছাড় পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group