প্রীতি পোদ্দার: অপেক্ষাকৃত চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে এক বিরাট সুখবর। আর সেই সুখবর নিয়ে আসা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। জানা গিয়েছে সেখানে সহস্রাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই মর্মে সম্প্রতি একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় রেলের তরফ থেকে। তাতে জানানো হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান পদে বেশ কিছু কর্মীদের নিয়োগ করা হবে। কোন কোন পদে নিযুক্ত করা হবে, যোগ্যতা, বয়সসীমা বেতন সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে নিন।
RRB Technician Recruitment 2024 Notification: চাকরির বিবরণ
সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুনরায় শুরু করেছে। সেখানে দেখা গিয়েছে এই সংস্থা অজস্র পদে প্রার্থী নিয়োগ এর ঘোষণা করেছে। কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য নীচে দেওয়া হল।
অফিসিয়াল ওয়েবসাইট
সম্প্রতি রেলবোর্ড যে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হল rrbapply.gov.in
পদের নাম
বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড III এর জন্য প্রার্থী নিয়োগ করছে।
শূন্যপদের সংখ্যা
RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান- র নিয়োগের মাধ্যমে মোট ১৪,২৯৮ শূন্যপদ নিয়োগ করা হতে চলেছে। আগে নোটিশের ভিত্তিতে শূন্যপদ ছিল ৯১৪৪ টি, পরে সেই সংখ্যা ৫১৫৪ টি বেড়ে হয়েছে ১৪,২৯৮ টি। টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল এর জন্য ১০৯২ টি শূন্যপদ এবং টেকনিশিয়ান গ্রেড III এর জন্য ১৩,২০৬ টি শূন্যপদ রয়েছে।
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, কাজের দক্ষতা অনুযায়ী উল্লেখিত পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের উপযুক্ত বেতন দেওয়া হবে। তবে টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল এর প্রার্থীদের ক্ষেত্রে বেতন হতে পারে ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা। এবং টেকনিশিয়ান গ্রেড III এর ক্ষেত্রে বেতন হতে পারে ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
RRB Technician Recruitment 2024 Criteria: RRB টেকনিশিয়ান এর ক্ষেত্রে পদের এর যোগ্যতা
সমস্ত চাকরির মত এই চাকরিতেও বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয়, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হলো।
শিক্ষাগত যোগ্যতা
RRB টেকনিশিয়ান এর ক্ষেত্রে টেকনিশিয়ান গ্রেড I এর জন্য আবেদনকারীকে B.Sc / B.Tech / Diploma কোর্স সম্পূর্ণ করতে হবে। এবং টেকনিশিয়ান গ্রেড III এর জন্য দশম শ্রেণী পাশ এবং IIT সম্পর্কিত শিক্ষাক্ষেত্র থেকে দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে।
বয়সসীমা
উল্লিখিত শূন্যপদগুলিতে আবেদন করার জন্য বয়সসীমা বলে দেওয়া হয়েছে। টেকনিশিয়ান গ্রেড III এর জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত করা হয়েছে। এবং টেকনিশিয়ান গ্রেড I এর জন্য ১৮-৩৬ বছর বয়স পর্যন্ত ধরা হয়েছে।
Selection Process for RRB Technician Recruitment 2024: RRB টেকনিশিয়ান পদের নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে RRB টেকনিশিয়ান নির্বাচন প্রক্রিয়াটি তিনটি পর্যায় এর মাধ্যমে হয়ে থাকবে। এবং সেই তিনটি পদ্ধতি হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষা। আর টেকনিশিয়ান পদের জন্য নির্বাচিত হওয়ার জন্য প্রার্থীদের উল্লেখিত এই তিনটি ধাপে উন্নতি লাভ করতে হবে। সম্ভাব্য এই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে চলতি বছর নভেম্বর মাসে এবং পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে চলতি বছর ডিসেম্বরে।
Application Process for RRB Technician Recruitment 2024: RRB টেকনিশিয়ান পদের জন্য আবেদনের পদ্ধতি
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান এর উল্লেখিত পদগুলোতে আবেদনের জন্য প্রথমে RRB- র অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের। এরপর অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীকে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার প্রসেস সম্পূর্ণ করা হয়ে গেলে অ্যাকাউন্টে সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে নিতে হবে। এরপর সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিতে হবে। তারপর দিতে হবে অ্যাপ্লিকেশন ফি। পেমেন্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবং কনফার্মেশন ডাউনলোড করে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফর্মের একটি হার্ড কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে।
RRB টেকনিশিয়ান এর আবেদন ফি
আবেদনকারীরা অ্যাপ্লিকেশনে পরিবর্তন করতে পারবেন। তবে এর জন্য টাকা লাগবে। জানা গিয়েছে ২৫০ টাকা লাগবে প্রতিটি মডিফিকেশনের জন্য। তবে জেনারেল এবং OBC দের জন্য লাগবে ৫০০ টাকা। পাশাপাশি এর আগের রেজিস্ট্রেশন উইন্ডোর মাধ্যমে যাঁরা আবেদন করেছিলেন, তাঁরাও অ্যাপ্লিকেশন ফর্মে পরিবর্তনের সুযোগ পাবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড টেকনিশিয়ান এর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে রেজিস্ট্রেশন উইন্ডো আজ ২ অক্টোবর খোলা হয়েছে। যা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত শূন্যপদগুলিতে আবেদন করা যাবে। এরপর মডিফিকেশন উইন্ডো খুলবে ১৭ অক্টোবর এবং সেটি বন্ধ হবে ২১ অক্টোবর।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন – Click Here
অফিসিয়াল আপ্লিকেশন লিঙ্ক – Apply