প্রীতম সাঁতরা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আসন্ন মেগা নিলামকে (IPL Mega Auction) কেন্দ্র করে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইতিমধ্যে জানিয়েছে, সর্বোচ্চ ছ’জন ক্রিকেটারকে রিটেইন করতে পারবে প্রতিটি ফ্রাঞ্চাইজি। মানে গতবারের স্কোয়াডে যে ক’জন ক্রিকেটার ছিলেন, তাঁদের মধ্যে মোট ৬ জনকে ধরে রাখা যাবে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স (KKR) কোন কোন ক্রিকেটারকে রিটেইন করার কথা ভাবতে পারে?
এই প্রশ্নের উত্তরের খোঁজে ক্রিকবাজের পক্ষ থেকে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে এমন ৬ ক্রিকেটারের কথা বলা হয়েছে যাদের নতুন সিজনের জন্যও দলের রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট।
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)
শ্রেয়স আইয়ারকে হয়তো দলে রেখে দিতে পারে কলকাতা নাইট রাইডার্স। জাতীয় দলে নিজের জায়গা পাকা করার জন্য আপাতত ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করেছেন আইয়ার। চলতি ইরানি কাপে করেছেন হাফেসেঞ্চুরি। মুম্বইয়ের হয়ে জিতেছেন এবারের রঞ্জি ট্রফি।
সুনীল নারিন (Sunil Narine)
নাইট পরিবারের অন্যতম পুরনো সদস্য সুনীল। বয়স বাড়লেও তাঁর ডেলিভারির ধার এখনও ফলাফলা করে দিতে পারে তাবড় ব্যাটারদের উইকেট। আইপিএল=এ নারিনের বোলিং গড় এখনও সাতের নীচে রয়েছে।
রিঙ্কু সিং (Rinku Singh)
বিগত দুই আইপিএল মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি। রিঙ্কুর বিস্ফোরক ব্যাটিং ঘুম কেড়েছে বোলারদের। রিঙ্কুকে কেকেআর ধরে রাখতে চাইবে সেটাই স্বাভাবিক। ক্রিকেট প্রেমীরা আশা করবেন নতুন মরশুমে পুরোনো ফর্মেই থাকবেন উত্তর প্রদেশের এই ব্যাটার।
আর কোন ৩ ক্রিকেটারকে ধরে রাখতে পারে নাইট রাইডার্স?
রিঙ্কু, শ্রেয়স, সুনীল ছাড়াও আরও তিন ক্রিকেটারের কথা উঠে এসেছে যাদের রিটেইন করতে পারে কেকেআর। আন্দ্রে রাসেল গতবার বেশ কিছু রান করেছিলেন। তাঁকে দলে রাখা হতে পারে। বরুণ চক্রবর্তীর ওপরেও আস্থা রাখতে পারে নাইট ম্যানেজমেন্ট। বিদেশিদের মধ্যে ফিল সল্টকে স্কোয়াডে রেখে দেওয়ার কথা ভাবতে পারে কেকেআর।