ম্যানচেস্টার সিটির (Manchester City) ফুটবলারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ডাকাতির দায়ে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে।
মোবাইল কেড়ে নিয়েছিলেন নুনেস
দামী মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ম্যানচেস্টার সিটির ফুটবলার ম্যাথিউস নুনেসের (Matheus Nunes) বিরুদ্ধে। ফোনের দামের কথা বিবেচনা করে ঘটনাকে চুরি না বলে ডাকাতি বলা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এক ৫৮ বছর বয়সী ব্যক্তির হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছিলেন নুনেস। তারপর সেই ফোন ফিরিয়ে দিতে অস্বীকার করেন বলে অভিযোগ। এরপরেই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেফতার করা হয় ম্যানচেস্টার সিটির ফুটবলারকে।
ঠিক কী ঘটেছিল?
জানা গিয়েছে, থানায় নিয়ে যাওয়ার পর নুনেসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর ছেড়ে দেওয়া হয় তাঁকে। যে ফোনটি তিনি ছিনিয়ে নিয়েছিলেন তার মূল্য ৩০০ ইউরো। ফোনের দাম যেহেতু অনেকটাই বেশি, তাই ঘটনাকে চুরির বদলে বলা হচ্ছে ডাকাতি। মাদ্রিদ পুলিশের এক মুখপাত্র এই ঘটনা সম্পর্কে বলেছেন, গত ৮ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় ডাউনটাউনের একটি নাইট ক্লাব থেকে এক পর্তুগিজ নাগরিককে গ্রেফতাত করা হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তিকে বিচার মুলতুবি রেখে ছেড়ে দেওয়া হয়।
Matheus Nunes was arrested and then released in Madrid on 8th September.
Nunes was accused of taking the phone from a 58 year-old man, who had tried to take a photo of him in a nightclub toilets. ????????♂️????
[via El Mundo / Daily Star] pic.twitter.com/e22wQLfdUC
— mcfc lads (@mcfc_lads) October 2, 2024
বছর ছাব্বিশের নুনেস গত মরশুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। উইলভারহ্যাম্পটন ওয়েন্দারার্স থেকে যোগ দিয়েছিলেন সিটিতে। ইউরো ২০২৪ টুর্নামেন্টের জন্য ছিলেন পর্তুগালের জাতীয় দলে। যদিও গত মাসে জাতীয় দলের ম্যাচে তাঁকে জাতীয় দলের শিবিরে ডাকা হয়নি।