বাদ পড়লেন বিরাট-ঋষভ! চমকে দেওয়ার মতো দল ঘোষণা

Published on:

virat kohli rishabh pant

প্রীতম সাঁতরাঃ বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এখন টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৬ অক্টোবর থেকে গোয়ালিয়রে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৯ অক্টোবর দিল্লিতে সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং ১২ অক্টোবর হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুরু হতে চলেছে আরও একটি ঐতিহাবাহী ক্রিকেট টুর্নামেন্ট (Ranji Trophy)।

দল থেকে বাদ বিরাট-ঋষভ

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি। ১১ অক্টোবর থেকে ছত্তিশগড়ের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে দিল্লি (Delhi)। তাদের দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে। এই দু’টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে দিল্লি। এর আগে রঞ্জি ট্রফির জন্য ৮৪ সদস্যের সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল দিল্লি ক্রিকেট বোর্ড। যাতে বিরাট কোহলি (Virat Kohli) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) রাখা হয়েছিল। কিন্তু এখন প্রথম দুই ম্যাচের জন্য বাছাই করা ১৮ জনের তালিকায় নেই কোহলি ও পন্থের নাম।

কেন বাদ দুই ক্রিকেটার?

স্কোয়াডে কেন নেই এই দুই তারকা? আসলে ওই সময় নিউজিল্যান্ডের (IND vs NZ) বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। দেশের হয়ে খেলতে দেখা যেতে পারে তাঁদের। তাই দিল্লির ১৮ সদস্যের দলে জায়গা হয়নি কোহলি ও পন্থের। দিল্লি দলের অধিনায়ক করা হয়েছে হিম্মত সিংকে। লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ব্যাটসম্যান আয়ুশ বাদোনি দলে জায়গা পেয়েছেন। ফাস্ট বোলার নভদীপ সাইনি এবং যশ ধুলও রয়েছেন স্কোয়াডে।

দিল্লির স্কোয়াড:

হিম্মত সিং (অধিনায়ক), আয়ুশ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), সনৎ সাঙ্গওয়ান, ধ্রুব কৌশিক, যশ ধুল, জন্টি সিধু, মায়াঙ্ক রাওয়াত, ক্ষিতিজ শর্মা, প্রণব রাজুবংশী (উইকেটরক্ষক), সুমিত মাথুর, নবদীপ সাইনি, হিমাংশু চৌহান, সিমরজিৎ সিং, দিভিজ মেহরা, হৃতিক শোকিন, হর্ষ ত্যাগী, মণি গ্রেওয়াল, শিবাঙ্ক বশিষ্ঠ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥