ইস্টবেঙ্গল ডিফেন্ডারের সামনে বড় সুযোগ, সামনেই ‘পরীক্ষা’

Published on:

east bengal fc hijazi maher

ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) জন্য সময়টা ভাল যাচ্ছে না। হাইপ্রোফাইল স্কোয়াড গড়ার পরেও জয়ের দেখা নেই। বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স নিয়েও উঠেছে প্রশ্ন। এরই মধ্যে আরও একবার নিজের দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে গেলেন হিজাজি মাহের (Hijazi Maher)।

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া (Jordan vs South Korea)

WhatsApp Community Join Now

হিজাজি মাহের জর্ডানের ফুটবলার। বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচের জন্য ডাক পেয়েছেন জাতীয় শিবির। তিনি এর আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন। এবং বেশ ভালই খেলেছিলেন। জর্ডানের পরবর্তী ম্যাচ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে খেলেছিলেন

আগামী ১০ অক্টবর দক্ষিণ কোরিয়ার সঙ্গে জর্ডানের ম্যাচ রয়েছে। জর্ডানের আমান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ন্যাচ। এই ম্যাচে হিজাজি মাহেরের খেলার সম্ভবনা প্রবল। কারণ এর আগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে হওয়া ম্যাচে তিনি খেলেছিলেন পুরো নব্বই মিনিট। জিতেছিল দল। ইন্ডিয়ান সুপার লিগের চলতি সংস্করণ শুরু হওয়ার আগে এই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

সুযোগ পাবেন মাহের?

ইস্টবেঙ্গলের বর্তমান ফর্মের পাশাপাশি মাহের ফর্ম নিয়েও লাল হলুদ সমর্থকরা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। মাহের নিজেও চাইবেন নিজের চেনা ছন্দে ফিরতে। ক্লাবে পারফরম্যান্সের কথা বিচার করে জর্ডানের জাতীয় দলের কোচ হিজাজি মাহেরকে গেম টাইম দেন কি এখন সেটাই দেখার। দশ তারিখে দক্ষিণ কোরিয়া ম্যাচের পর জর্ডানকে খেলতে হবে ১৫ অক্টবর ওমানের বিরুদ্ধে।

সঙ্গে থাকুন ➥
X