টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup) জয়ের লক্ষ্যে অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা ক্রিকেট দল। আজ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ম্যাচ শুরু হবে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (IND vs NZ)। সাম্প্রতিক ফর্মের বিচারে নিউজিল্যান্ডের থেকে ভারত এগিয়ে। ভাবাচ্ছে দুবাইয়ের গরম।
চিন্তার কারণ দুবাইয়ের গরম
দুবাইয়ে সকালের দিকে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গুগল অনুযায়ী দুবাইয়ে এখন ‘অতিরিক্ত গরম’। শুক্রবার মেয়েদের টি২০ বিশ্বকাপে দু’টো ম্যাচ রয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টে থেকে। ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। সাড়ে তিনটে নাগাদ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সন্ধেবেলা ভারতের ম্যাচ শুরু হওয়ার সময় গরম কিছুটা কম থাকবে। আনুমানিক ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
তিনে অধিনায়ক হরমনপ্রীত
প্রথমবার টি২০ বিশ্বকাপ জেতার জন্য মরিয়া ভারতের মেয়েরা। দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনছেন কোচ অমল মুজুমদার। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে থাকবেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁকে আরও বেশি বল খেলানোই দলের লক্ষ্য। বড় রানের ভিত গড়ার জন্য শেফালী ভর্মা, স্মৃতি নান্ধানার কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। মিডলি অর্ডারে দলের বড় ভরসা হতে পারেন শিলিগুড়ির রিচা ঘোষ।
পরপর দু’টি প্রস্তুতি ম্যাচ জিতেছে ভারত
বিশ্বকাপে খেলতে নামার আগে পরপর দু’টি প্রস্তুতি ম্যাচ জিতেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যথাক্রমে ২০ ও ২৮ রানে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। বিশ্বকাপের গ্ৰুপ পর্বেও জয়ের ধারা বজায় রাখতে চাইছে ভারতের মহিলা ব্রিগেড। নিউজিল্যান্ড ছাড়া ভারতের সঙ্গে একই গ্ৰুপে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ভারতের পরের ম্যাচ পাকিস্তানের (৬ অক্টবর) বিরুদ্ধে। শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাকিস্তান।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |