জন্মদিনের আগেই ‘উপহার’ পেলেন পন্থ, দিল্লির ভাবনায় আরও ৭ ক্রিকেটার

Published on:

rishabh pant delhi capitals

আজ ঋষভ পন্থের জন্মদিন (Rishabh Pant Birthday)। তার আগেই অবশ্য উপহার পেয়েছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) দল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) অন্যতম কর্ণধার পার্থ জিন্দেল স্পষ্ট জানিয়েছেন, ঋষভ পন্থকে রিটেইন করতে চলেছেন তাঁরা। ঋষভ ছাড়াও আরও কয়েকজন ক্রিকেটারের নাম নিয়েছেন পার্থ। যার মধ্যে রয়েছেন দু’জন বিদেশি।

জল্পনার অবসান

আইপিএল-এর নতুন সংস্করণের আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ বৃদ্ধি করেছে মেগা নিলাম। পুরোনো স্কোয়াডের মোট ছ’জন ক্রিকেটারকে রিটেইন বা ধরে রাখতে পারবে আইপিএলের প্রত্যেক ফ্রাঞ্চাইজি। কোন ফ্রাঞ্চাইজি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখতে পারে সে ব্যাপারে জল্পনা জারি রয়েছে। এরই মধ্যে পার্থ জিন্দলের মন্তব্য অনেক জল্পনার অবসান ঘটিয়েছে। ঋষভ পন্থ আইপিএলে দল বদল করতে পারেন এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। পার্থ জিন্দেল নিজে এই জল্পনার অবসান ঘটিয়েছেন। তিনি বলেছেন, ‘ঋষভ পন্থকে অবশ্যই ধরে রাখা হবে।’

আরও কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ

গতবারের স্কোয়াডে থাকা আরও কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করে পার্থ জিন্দল বলেছেন, ‘আমাদের দলে অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদ সবাই খুব ভাল খেলোয়াড়। দেখা যাক নিলামে কী হয়। নিয়ম অনুযায়ী আমরা আগে ছয়জন খেলোয়াড়কে ধরে রাখবো। আলোচনার পর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা যাক কী হয়।’

সাতজনই প্রতিভার অধিকারী

দুই বিদেশি ক্রিকেটার ত্রিস্তান স্টাবস, ফ্রেজার-ম্যাকগার্ক বিস্ফোরক ব্যাটার হিসেবে পরিচিত। অক্ষর প্যাটেল ও অভিষেক পোড়েল ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই দলের হয়ে অবদান রাখতে পারবেন। কুলদীপ যাদব নিজের দিনে ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন। মুকেশ ও খলিল অন্যতম সেরা দুই উঠতি ভারতের পেস বোলার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥