শ্রেয়স, রিঙ্কু সহ ৪ তারকাকে ছেড়ে দেবে KKR? নিলামের আগে বিরাট দাবি

Published on:

shreyas iyer rinku singh kkr

প্রীতম সাঁতরাঃ চলতি বছরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেতাব জিতেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তৃতীয়বারের জন্য বেগুনি শিবিরে এসেছে লিগ সেরার খেতাব। আসন্ন আইপিএল সংস্করণে কেকেআর-কে কেন্দ্র করে ক্রিকেটভক্তদের বাড়তি আগ্রহ থাকবে। আইপিএল ২০২৫-এর আগে রয়েছে নিলাম। শুধু নিলাম নয়, এবার হবে মহা নিলাম (IPL Mega Auction)। গত মরশুমের স্কোয়াড থেকে মাত্র ৬জন ক্রিকেটারকে ধরে রাখা যাবে। কেকেআর কোন কোন ক্রিকেটারকে রিটেইন করতে পারে? সে ব্যাপারে মন্তব্য করেছে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া (Akash Chopra)।

নাইট রাইডার্সে থাকবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)?

শ্রেয়স আইয়ারকে কেকেআর ধরে রাখবে নাকি ছেড়ে দেবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন আকাশ। তাঁর মতে, শ্রেয়সকে রেখেই দল সাজাবে নাইট রাইডার্স। কারণ গতবার আইয়ারের নেতৃত্বেই লিগ জিতেছিল দল। তাছাড়া আবেগ জড়িয়ে থাকবে বলে মনে করেন আকাশ।

কেন আইয়ারকে রিটেইন করতে পারে কলকাতা?

প্রাক্তন এই ক্রিকেটারের মতে, ‘গৌতম গম্ভীর এবার দলের সঙ্গে থাকছেন না। সেক্ষেত্রে অধিনায়ককে হয়তো রেখেই দল সাজাবে কেকেআর। দরকার পড়লে ১৮ কোটি টাকার বিনিময়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করেও শ্রেয়স আইয়ারকে দলে রাখুক কলকাতা নাইট রাইডার্স… এটাও বুঝতে ক্রিকেটাররাও রক্ত-মাংসের মানুষ। কোথাও না কোথাও আইয়ারের প্রতি খান সাহেবের (শাহরুখ খান) আবেগ কাজ করবে। কারণ শ্রেয়সের অধিনায়কত্বে ট্রফি জিতেছে দল।’

শ্রেয়স ছাড়া আর কাকে ধরে রাখতে পারে কেকেআর?

শ্রেয়স ছাড়া আর কোন কোন ক্রিকেটারকে রিটেইন করতে পারে নাইট রাইডার্স? চোপড়ার মতে, ‘আমার ধারণা রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিনকেও কলকাতা স্কোয়াডে রেখে দিতে পারে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥