দ্বিতীয়ায় মহার্ঘ্য না সস্তা হল সোনা-রুপো? জানুন ২৪ ক্যারটের রেট

Published on:

gold rate today

শ্বেতা মিত্র, কলকাতাঃ একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে দুর্গাপুজো। আজ আবার দ্বিতীয়া বটে, সেইসঙ্গে শুরু হয়ে গিয়েছে বিয়ের মরসুম। সব মিলিয়ে এখন খুব শুভ সময়ের সূচনা হয়ে গিয়েছে। উৎসব হোক কিংবা বিয়ের সময় সোনার গয়না কিনবেন না মানুষ তা তো হতেই পারে না। কিন্তু বিগত কয়েকদিন ধরে সোনার দাম যে হারে ওঠানামা করছে তা দেখে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। ইতিমধ্যে ২২ ক্যারট থেকে শুরু করে ২৪ ক্যারেটের গয়নার মূল্য ৭০ হাজারে গন্ডি পেরিয়ে গিয়েছে। যে কারণে সাধারণ মানুষের পক্ষে এখন সোনার গয়না কেনা স্বপ্নের সমান হয়ে দাঁড়িয়েছে। যদিও ভবিষ্যতের কথা চিন্তাভাবনা করে মানুষ কিছুটা হলেও সোনার জিনিস কিনছেন। আপনিও কি আজ শুক্রবার অর্থাৎ দ্বিতীয়ার দিন সোনার গয়না কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন আজ দাম বাড়ল না কমল।

কলকাতায় সোনার দাম

WhatsApp Community Join Now

লাগাতার বেশ কয়েকদিন ধরে সোনা ও রুপোর দাম নিম্নমুখী থাকার পর আজ কলকাতায় বেশ খানিকটা ঊর্ধ্বমুখী হল সোনার দাম। আজ শুক্রবার আবার দ্বিতীয়া। এদিন ২২ ক্যারেট থেকে শুরু করে ২৪ ক্যারটে সোনার দাম বেশ খানিকটা বেড়েছে। আর আজকের মতো এই পবিত্র দিনে আপনিও কি সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন রেট।

২২ ক্যারট সোনার দাম

গতকাল ২২ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম যেখানে ছিল ৭১, ১০০ টাকা। আজ সেই দাম ১০০ টাকা অবধি বেড়ে বিক্রি হচ্ছে ৭১, ২০০ টাকায়।

২৪ ক্যারট সোনার দাম

এবার আসা যাক ২৪ ক্যারটে দাম প্রসঙ্গে। গতকাল ২৪ ক্যারটে ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৭,৫৬০ টাকা। আজ সেই দাম ১১০ টাকা অবধি বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ৭৭,৬৭০ টাকায়।

রুপোর দাম

রুপোর দাম একই রয়েছে। গত ২৮ সেপ্টেম্বরের পর আর নতুন করে রুপোর দাম বাড়েনি। অর্থাৎ আজ কলকাতা শহরে ১০০ গ্রাম রুপোর দাম ৯৫০০ টাকা। এছাড়া এক কেজি রুপোর দাম ৯৫, ০০০ টাকা।

এভাবে জানুন Gold Rate

আপনি কিন্তু বাড়িতে বসেই শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমে সোনা ও রুপোর দর জেনে নিতে পারেন। কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত শনিবার ও রবিবার আইবিজেএ দ্বারা হারগুলি প্রকাশ করা হয় না। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার গয়নার খুচরা দাম জানতে 8955664433 একটি মিসড কল দিতে পারেন। এরপরেই আপনার ফোনের এসএমএসের মাধ্যমে রেট চলে আসবে। এ ছাড়া ঘন ঘন আপডেট সম্পর্কে তথ্যের জন্য www.ibja.co বা ibjarates.com ভিজিট করতে পারেন।

সঙ্গে থাকুন ➥
X