দুষ্কৃতী হামলার শিকার অর্জুন সিং, বোমার আঘাতে আহত ব্যরাকপুরের প্রাক্তন সাংস

Published on:

arjun singh

প্রীতি পোদ্দার: পুজোর আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। পরে পারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারিদিকে এত আনন্দের মাঝেই সকাল সকাল ইট-বোমা-গুলির আওয়াজে কেঁপে উঠলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। ফের অর্জুন সিংহের ভাটপাড়ার বাড়িতে ইট-বোমা-গুলি নিয়ে হামলা করল দুষ্কৃতীরা।

ঘটনাটি কী?

WhatsApp Community Join Now

জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার, সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংহের ভাটপাড়ার বাড়িতে ইট-বোমা-গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। এবং বোমার আঘাতে আহতও হয়েছেন প্রাক্তন সাংসদ। তবে অবস্থা গুরুতর না হওয়ায় তিনি আপাতত বাড়িতেই আছেন। অর্জুন জানিয়েছেন, কয়েক রাউন্ড গুলি চলে পর পর। তারপর বোমার স্প্লিন্টার এর আঘাত লেগেছে তাঁর গায়েও। খবর পেয়েই ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। নজরদারি রাখা হচ্ছে গোটা এলাকায়।

স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ অর্জুনের

তার উপর এই হামলার জেরে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় উত্তেজনা ছড়ায় শুক্রবার সকালে। অর্জুন স্পষ্ট অভিযোগ করেছেন যে দুষ্কৃতীদের নিশানা ছিলেন তিনিই। কিন্তু ব্যর্থ হয়েছে। এই গোটা ঘটনা স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে আরও ১৫-২০ জন মিলে করেছেন। অর্জুন সিং আরও জানিয়েছেন, তাঁর কাছে ভিডিয়োও রয়েছে, যে কীভাবে পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে তাঁর উপর। এবং তিনি ওই এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে বলে কঠোর দাবি করেন।

অর্জুনের করা অভিযোগে পাল্টা বক্তব্য রাখেন তৃণমূল কাউন্সিলর সোমনাথ শ্যাম। তিনি বলেছেন, “আমি তো শুনেছি অর্জুন সিং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে নিজে এলোপাথারি গুলি চালাচ্ছেন, বোমা মারছেন। এখন বাচ্চা বাচ্চা ছেলেদের সঙ্গে ঝগরা করছেন। নিজে হাতে গুলি চালাচ্ছেন। ময়দানে নেমে গুলি চালালে তো অনেক সময় নিজেরও গুলি লেগে যায়। অর্জুন যে কী ধরনের মানুষ, সেটা এখানকার সবাই জানে। এইভাবে তিনি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন।”

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালেও অর্জুনের মজদুর ভবনে হামলা, বোমাবাজির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল NIA। সেই সময় বিজেপি নেতা অর্জুন অভিযোগ জানিয়েছিল যে ভবানীপুরের উপনির্বাচনে দলীয় পর্যবেক্ষকের দায়িত্ব পালনের কারণেই ওই হামলা হয়েছিল। বেশ কয়েক মাস আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। কিন্তু এ বার লোকসভা ভোটে টিকিট না পেয়ে রাগ ও ক্ষোভের বশে বিজেপিতে ফিরে যান তিনি। কিন্তু জিততে পারেননি ব্যারাকপুরে।

সঙ্গে থাকুন ➥
X