কলকাতার ২ ক্রিকেটারের জন্য টাকার থলি তৈরি রাখতে পারে RCB

Published on:

angkrish raghuvanshi kkr

আইপিএলের মেগা নিলামকে (IPL 2025 Mega Auction) কেন্দ্র করে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। মাত্র ৬জন ক্রিকেটার ছাড়া গতবারের স্কোয়াডের বাকিদের রিলিজ করবে সব ফ্রাঞ্চাসাইজি। নতুন করে সেজে উঠবে সব দল। কোন টিমের ক্রিকেটার আগামী দিনে কোন দলে যোগদান করেন এখন সেটাই দেখার বিষয়। কলকাতা নাইট রাইডার্সের (KKR) দুই ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু (RCB)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু?

নিলামের আগে বিভিন্ন সম্ভাবনার কথা এখন উঠে আসছে। কেকেআরের অন্তত দু’জন খেলোয়াড়কে আরসিবি স্কোয়াডের সঙ্গে যুক্ত করতে পারে বলে অনুমান করা হচ্ছে। অনুমান করার পিছনে অবশ্য কারণও রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের কোন কোন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু? চলুন জেনে নেওয়া যাক।

Angkrish Raghuvanshi

অঙ্করিশ রঘুবংশীর জন্য চেকবুক তৈরি রাখতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর মাধ্যমে গত মরশুমে নজর কেড়েছিলেন এই উঠতি ভারতীয় ব্যাটার। ভবিষ্যতের তারকা হিসেবে আইপিএলের অন্য দল রঘুবংশীকে দলে নেওয়ার জন্য চেষ্টা করতেই পারেন। চাইলে কেকেআরও ধরে রাখতে পারে তাঁকে। গত আইপিএল সংস্করণে মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি করেছিলেন অঙ্করিশ রঘুবংশী। রঘুবংশী বেঙ্গালুরুর মিডল অর্ডারের ব্যাটিং সমস্যার সমাধান করতে পারেন। দলের প্রয়োজনে দ্রুত রান তুলতে পারবেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

Varun Chakaravarthy

পাওয়ারপ্লে এবং ডেথ ওভার উভয় ক্ষেত্রেই কার্যকরী। বরুণ চক্রবর্তী তাঁর বোলিং দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। বোলিং লাইনআপে গভীরতা বৃদ্ধি করতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু। সেক্ষেত্রে বরুণ হতে পারেন ভাল অপশন। গত আইপিএল সিজনেও স্পিনের মাধ্যমে সাহায্য করেছিলেন কলকাতা নাইট রাইডার্সকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group