শ্বেতা মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর মুখে মিলল দারুণ সুখবর। রোজভ্যালিকান্ডে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ফের একবার শুরু হল। স্বাভাবিকভাবেই রোজভ্যালিতে টাকা আমানতকারীদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে পুজোর সময়। কেউ হয়তো ভাবতে পারেনি যে এত বছর পর সকলে আবার নতুন করে টাকা ফেরত পেতে শুরু করবেন। জানা গিয়েছে দুর্গাপুজোর আবহে প্রায় পাঁচ কোটি টাকা মতো ধীরে ধীরে সকলের মধ্যে বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু
রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করল অ্যাসেট ডিসপোজাল কমিটি (এডিসি)। প্রথম দফায় ৫.১২ কোটি টাকা ৭,৩৪৬ জন আমানতকারীকে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এডিসি চেয়ারপার্সন বিচারপতি দিলীপ কুমার শেঠ (অবসরপ্রাপ্ত) এর সভাপতিত্বে টাকা পুনরুদ্ধার ও বিতরণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইডি প্রথম ধাপে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ১৯ কোটি ৪০ লক্ষ টাকা প্রদান করেছে।
আগস্টে কলকাতার একটি বিশেষ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) আদালত এডিসিকে ১৯.৪০ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেয়। এই মামলায় মোট ২৮.১০ লক্ষ দাবি দায়ের করা হয়েছে, যার মধ্যে ৩১,৩৫২টি দাবি প্রক্রিয়াকরণ করা হয়েছে এবং ৭,৩৪৬ জন আমানতকারী এখন অর্থ পেয়েছেন।
এভাবে আবেদন করলেই মিলবে টাকা
সহজে কিন্তু এই টাকা পাবনে না আমানতকারীরা। এর জন্য একটি বিশেষ ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনাকে আবেদন জানাতে হবে। এই ওয়েবসাইটটি হল rosevalleyadc.com। এখানেও আমানতকারীরা নিজেদের তথ্য জমা দিয়ে টাকা ফেরতের জন্য আবেদন করতে পারেন। আবেদনকারীদের নথিপত্র যাচাই করে প্রাপ্য টাকা প্রদান করা হবে। এই প্রক্রিয়া আদালতের নজরদারিতে চলবে। সবথেকে বড় কথা, অমানতকারীরা প্রথম পর্যায়ের টাকা পুজোর আগেই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |