আম্বানির সুখের দিন শেষ! ফের ৩০ টাকায় ঠেকবে শেয়ার দর?

Published on:

share market down

প্রীতম সাঁতরাঃ শেয়ার বাজারে (Share Market News) অনিল আম্বানির (Anil Ambani) রিলায়েন্স পাওয়ার (Share Price of Reliance Power) বড় ধাক্কা খেয়েছে। গত ৪ অক্টোবর কোম্পানির শেয়ারদর ৫ শতাংশে পতন লক্ষ্য করা যায়। ভার্দে ইনভেস্টমেন্ট পার্টনার্সের সহযোগী সংস্থাগুলিকে প্রাইভেট প্লেসমেন্টের ভিত্তিতে ৪,২০০ কোটি টাকা পর্যন্ত বৈদেশিক মুদ্রা রূপান্তরযোগ্য বন্ড (FCCB) ইস্যু করার একদিন পরেই এই পতন। রিলায়েন্স পাওয়ারের শেয়ার প্রতি ৫০.৯৭ টাকায় লেনদেন হচ্ছে। যা বিএসই সেনসেক্সের থেকে ৫ শতাংশ কম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কেন হল সমস্যা?

রিলায়েন্স পাওয়ারের তরফে জানানো হয়েছে, ফরেন কারেন্সি কনভার্টিবল বন্ডে (এফসিসিবি) বার্ষিক ৫ শতাংশ হারে সুদের হার খুব কম। বৈদেশিক মুদ্রা রূপান্তরযোগ্য বন্ডগুলি রিলায়েন্স পাওয়ারের প্রায় ৮২. ৩০ কোটি ইক্যুইটি শেয়ারে রূপান্তরিত হতে পারে, যার প্রতিটি ৫১ টাকায় রূপান্তরিত হতে পারে।

শেয়ার দর বেড়েছে ১২৪ শতাংশ

রিলায়েন্স পাওয়ারের শেয়ার গত এক মাসে ৭৩ শতাংশ বেড়েছে। ঋণ কমানো ও অন্যান্য কারণে চলতি বছর এখনও পর্যন্ত কোম্পানির শেয়ার দর বেড়েছে ১২৪ শতাংশ এবং গত এক বছরের হিসেবে ১৮৬ শতাংশ। রিলায়েন্স পাওয়ার সম্প্রতি জানিয়েছে যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছ থেকে তাদের কোনও বকেয়া ঋণ নেই।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী আশঙ্কা করা হচ্ছে?

রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দামের বিশাল পতনের মধ্যে এমন জল্পনা রয়েছে যে অনীল আম্বানির সুখের দিন শীঘ্রই শেষ হতে পারে। আবারও আগের মতো আর্থিক সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা। অতীতে রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম মূল্যসীমা ছিল খুবই কম। শেয়ার প্রতি মাত্র ৩০ টাকা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছেন অনীল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group