রবিবার অবধি দুর্যোগ, বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস

Published on:

weather rain bengal

শ্বেতা মিত্র, কোলকাতাঃ দুর্গাপুজোর আগে টানা বৃষ্টিতে বেহাল অবস্থা হয়ে গেছে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে শুরু করে উত্তরবঙ্গের একের পর এক জেলার। দুর্গাপুজোর সময় যে বৃষ্টি হবে না, তাও একেবারে জোর দিয়ে বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। এদিকে আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে জায়গায় জায়গায় প্রস্তুতি তুঙ্গে রয়েছে। শুধুমাত্র তাই নয়, পুজো যখন একদম দোরগোড়ায় এসে হাজির হয়েছে তখন প্রতিমা রক্ষার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে সকলের তরফে। এদিকে সাগরে নতুন করে নিম্নচাপের সৃষ্টি হয়েছে যে কারণে আগামীকাল রবিবার অবধি বাংলার আকাশ কালো মেঘে ঢেকে থাকবে সেই সঙ্গে হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

সাগরে নিম্নচাপ-ঘূর্ণাবর্ত

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তবে সেই পরিচিতদের আপাতত কিছুটা সুখবর শোনাচ্ছেন আবহাওয়াবিদরা এইদিনা আবহাওয়াবিদরা আশ্বাস দিয়েছেন হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পরিবেশেই হবে পুজোর আনন্দ আনন্দ পুরোপুরি মাটি করে দেওয়ার মতো কিন্তু আবার ভারী বৃষ্টি আশঙ্কা নেই বাংলায়। দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করেছিল সেটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে।

ওই নিম্নচাপ এখন বঙ্গোপসাগরের উত্তর উপকূলে অবস্থান করছে। এছাড়া একটি ঘূর্ণাবর্ত আবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। এর প্রভাবেই আগামীকাল রবিবার থেকে পুজো অবধি বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হবে। ফলে পুজোর সময় ছাতা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া দফতরের তরফে। তবে দুর্গাপুজোর ষষ্ঠীর আগে দুর্যোগ কেটে যেতে পারে বলে খবর।

বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা

আজ সকাল থেকেই কলকাতা শহর সহ বাংলার বহু জেলার আকাশের মুখভার হয়ে রয়েছে। জানা যাচ্ছে, বিকেল বা সন্ধের দিকে কলকাতা সহ হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

সঙ্গে থাকুন ➥