প্রীতি পোদ্দার: দেখতে দেখতে দুর্গাপুজোর উৎসব শেষ। বছরের যে ৫ টি দিনের জন্য গোটা একটা বছর অপেক্ষা করতে হয় সেই দিনগুলি নিমেষেই যেন হারিয়ে যায়। তবে মন খারাপের প্রশ্ন নেই। কারণ আর কিছুদিন পরেই দীপাবলি। অপেক্ষায় দিন গোনা শুরু ৷ আর এই উৎসবের মরশুমে দেশবাসীর জন্য নিয়ে এসেছে এক বিরাট সুখবর। এবারে অনেকটাই কমতে চলেছে বিমানে যাতায়াতের খরচ ৷
দীপাবলিতে ফের কমল বিমানের ভাড়া!
রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে গত বছর এই সময়ে দেশের অভ্যন্তরে প্রত্যেকটি রুটে বিমানের যে ভাড়া ছিল সেই তুলনায় এই বছর বেশ কয়েকটি রুটে তা প্রায় ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ ভ্রমণ পোর্টাল ইক্সিগোর দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ৩০ দিন আগে থাকতে টিকিট কাটা এবং শুধুমাত্র একদিকের টিকিটের ক্ষেত্রে এই দাম হ্রাসের পার্থক্য পরিলক্ষিত হয়েছে ৷ আসলে গত বছর ১০-১৬ নভেম্বর ছিল দীপাবলি। তখন ঐ সময় এমন দাম হ্রাসের ঘটনা ঘটেছিল। এবার ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত চলবে দীপাবলির মরশুম। এছাড়াও তেলের দাম কিছুটা কমার ফলে বিমানের ভাড়া কমেছে ৷
কেন কমল দাম?
PTI অনুসারে, ইক্সিগো গ্রুপের CEO অলোক বাজপাই জানিয়েছেন যে সীমিত ক্ষমতার কারণে গত বছর দীপাবলির সময় বিমান ভাড়া বেশ বেড়ে গিয়েছিল। আসলে গো ফার্স্ট এয়ারলাইন স্থগিত করার কারণেই ক্ষমতা কমেছিল। তবে তিনি ক্ষমতা বৃদ্ধি এবং তেলের দামের সাম্প্রতিক পতনকে হ্রাসের জন্য দায়ী করেছেন। নির্দিষ্ট রুটে বিমান ভাড়া কমানো হয়েছে, তবে একটি নির্দিষ্ট রুটে ভাড়া সবচেয়ে বেশি কমেছে। বিশ্লেষণ অনুসারে, বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটের গড় বিমান ভাড়া প্রায় ৩৮ শতাংশ কমে গিয়েছে।
কোথায় কত কমল?
জানা গিয়েছে বেঙ্গালুরু-কলকাতা ফ্লাইটের গড় বিমান ভাড়া গত বছর ১০,১৯৫ টাকা ছিল কিন্তু এই বছর সেই ভাড়া ৬,৩১৯ টাকায় নেমে এসেছে। পাশাপাশি চেন্নাই-কলকাতা রুটে টিকিটের দাম ৮,৭২৫ টাকা থেকে ৩৬ শতাংশ কমে ৫,৬০৪ টাকা হয়েছে। মুম্বাই-দিল্লি ফ্লাইটের গড় বিমান ভাড়া ৮,৭৮৮ টাকা থেকে ৩৪ শতাংশ কমে হয়েছে ৫,৭৬২ টাকা। দিল্লি-উদয়পুর রুটে টিকিটের দাম ৩৪ শতাংশ কমে ১১,২৯৬ টাকা থেকে ৭,৪৬৯ টাকা হয়েছে। তবে আহমেদাবাদ-দিল্লি রুটে টিকিটের দাম ৬,৫৩৩ টাকা থেকে ৩৪ শতাংশ বেড়ে ৮,৭৫৮ টাকা হয়েছে, আবার মুম্বই-দেরাদুন রুটে ৩৩ শতাংশ বেড়ে ১১,৭১০ টাকা থেকে ১৫,৫২৭ টাকা হয়েছে টিকিটের ভাড়া।