একের পর এক বিস্ফোরক সেঞ্চুরি, নিলামে এলে এই বিদেশি হতে পারেন কোটি টাকার মালিক

Published on:

sam konstas

বর্ডার গাভাস্কার ট্রফি (BGT) খেলতে আগামী মাসে অস্ট্রেলিয়া যাবে টিম ইন্ডিয়া (India vs Australia)। দুই দলের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ খেলা হবে। এই সিরিজের আগে অস্ট্রেলিয়া ‘এ’ দল ও ভারত ‘এ’ দলের মধ্যে দুই ম্যাচের লাল বলের সিরিজ রয়েছে। এই সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সম্প্রতি শেফিল্ড শিল্ডে এক ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করা ১৯ বছর বয়সী নিউ সাউথ ওয়েলসের ওপেনার স্যাম কনস্টাসকেও (Sam Konstas) দলে সুযোগ দেওয়া হয়েছে।

ভেঙেছেন রিকি পন্টিংয়ের রেকর্ড

WhatsApp Community Join Now

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের পর শেফিল্ড শিল্ডে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করা ব্যাটসম্যান স্যাম। প্রায় ২১ বছর পর কোনও ক্রিকেটার পন্টিংয়ের এই রেকর্ডের সমকক্ষ হয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন নাথান ম্যাকসুইনি। দলে ক্যামেরন ব্যানক্রফট, স্কট বোল্যান্ড, মাইকেল নেসারের মতো সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন। চোটের কবলে থাকা নাথান লায়নের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন টড মারফি। ব্যানক্রফটও ওপেনিংয়ের জন্য ও অন্যতম দাবিদার। ২০১৯ সালের পর আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি তিনি।

আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া

চিফ অফ সিলেক্টরস জর্জ বেইলি বলেছেন, “শেফিল্ড শিল্ডের শুরুতে দারুণ পারফরম্যান্সের পর এই দল নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত। বরাবরের মতো, অস্ট্রেলিয়া ‘এ’ দল নির্বাচনের মাধ্যমে আমরা এমন ভিত রচনা করেছি যার সুফল আসন্ন গ্রীষ্মে পাওয়া যাবে বলে আশা করছি। একই সঙ্গে ঘরোয়া পারফরম্যান্সে ভালো পারফর্ম করা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হবে। যারা নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছেন তাদের জন্য এই ম্যাছগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।’ চার দিনের দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর এবং দ্বিতীয় ম্যাচ ৭ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়া ‘এ’ দল:

নাথান ম্যাকসুইনি (অধিনায়ক), ক্যামেরন ব্যানক্রফট, স্কট বোল্যান্ড, জর্ডান বাকিংহাম, কুপার কনোলি, অলি ডেভিস, মার্কাস হ্যারিস, স্যাম কনস্টাস, নাথান ম্যাকঅ্যান্ড্রু, মাইকেল নেসার, টড মারফি, ফার্গুস ও’নিল, জিমি পিয়ারসন, জশ ফিলিপ, কোরি রোচিসিওলি, মার্ক স্টেকেটি, বিউ ওয়েবস্টার।

সঙ্গে থাকুন ➥
X