বিপুল লক্ষ্মীলাভ! পুজোর ছয়দিনেই ১ কোটি যাত্রী শিয়ালদা ডিভিশনে, হিসেব দিল পূর্ব রেল

Published on:

sealdah division

প্রীতি পোদ্দার: দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং এর তুমুল লাইন। আর তার সঙ্গে ভিড়ে ঠাসা যাত্রীরা যেন উপচে পড়েছে। সে মেট্রো হোক কিংবা ট্রেন। তাইতো চলতি বছর বাড়তি ট্রেন এবং মেট্রোর ব্যবস্থা করা হয়েছিল। পুজোর দিনে প্রতিমা দর্শনে আসা যাত্রীদের ভিড় সামলাতে লোকাল ট্রেনের বিশেষ পরিষেবার কথা জানানো হয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন এর পক্ষ থেকে।

পুজোর জন্য স্পেশাল ট্রেন

WhatsApp Community Join Now

বলা হয়েছিল ৯-১২ অক্টোবর পুজোর দিনে বিশেষ পরিষেবা চালু থাকবে। এ ছাড়া, দিনে স্বাভাবিক পরিষেবার পাশাপাশি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিভিন্ন শাখায় ১৮টি লোকাল ট্রেন চালানো হয়েছ। সাধারণত শিয়ালদহ ডিভিশনের সব শাখায় রাত ১২টা পর্যন্ত পরিষেবা চলে। আর এই সুযোগ নিতে ভিড় যেন উপচে পড়েছিল যাত্রীদের। আর পূর্ব রেলের তরফ থেকে নেওয়া এই উদ্যোগে বেশ লক্ষ্মীলাভ হয়েছে রেলের। সম্প্রতি প্রকাশ্যে আনা হল সেই সমীক্ষা।

ভরপুর লক্ষ্মীলাভ রেলকোষে

রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, দুর্গা পুজোর পঞ্চমী থেকে দশমী অর্থাৎ ৮ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনের ট্রেনের যাত্রীর সংখ্যা ছিল প্রায় ১ কোটির বেশি। যেটি কিনা গত বছরের তুলনায় অনেকটাই বেশি। এদিকে গত বছর এই একই সময়ে যাত্রীর সংখ্যা ছিল ৯৫.৩৬ লক্ষ। তাই সব মিলিয়ে হিসেবে করলে দেখা যায় যাত্রী সংখ্যা বেড়েছে ৫.১৬ শতাংশ।

এই প্রসঙ্গে রেলের কর্তারা জানিয়েছেন বিপুল সুযোগ সুবিধা দেওয়ার জন্য সাধারণ দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এবং পুজোয় যাত্রীদের পাগল করা ভিড় সামাল দেওয়ার জন্য সব স্টেশনে আরপিএফ মোতায়েন করা হয়েছিল। তৈরি ছিল মেডিক্যাল টিম, সাহায্যের জন্য বিশেষ বুথ। রেলকর্তারা বলছেন, এই উদ্যোগের উদ্দেশ্য সম্পূর্ণ সফল হয়েছে। কারণ যাত্রীরা এই ভিড়েও বিনা ঝঞ্ঝাট, নিরাপদেই নিজেদের গন্তব্যে পৌঁছেছেন।

সঙ্গে থাকুন ➥
X