প্রীতি পোদ্দার: তিলোত্তমার বিচারের আশায় এখনও অপেক্ষারত গোটা রাজ্য। ২ মাস অতিক্রম হয়ে গিয়েছে। অনশন এখনও জারি জুনিয়র ডাক্তারদের। এদিকে পথে পথে একাধিক বিক্ষোভ কর্মসূচি, মশাল মিছিল, রাত দখলের লড়াই করেই চলেছে সাধারণ মানুষ। কিন্তু বিচার তো দূর, সমাজে একদমই ধর্ষণের মত নারকীয় ঘটনা বন্ধ হয়নি। তেমনই আরও এক ধর্ষণের ঘটনা ফের খবরের শিরোনামে উঠে এসেছে।
হাবড়ায় ধর্ষণ কাণ্ডে থানা ঘেরাও বিজেপির!
জানা গিয়েছে, দেড় মাস আগে হাবরা থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণ করা হয়েছিল। আর সেই অভিযোগ নিয়ে নির্যাতিতা হাবরা থানা এলাকায় ডাইরি করে। কিন্তু পুলিশ কোনরকম হস্তক্ষেপ করেনি। যার ফলে বছর না পেয়ে মহিলাটি আত্মহত্যার পথ বেছে নেয়। এরপর এই ঘটনায় এবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র-সহ বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। কেন এতদিন পরেও পুলিস কোনও পদক্ষেপ নেয়নি সেই নিয়ে চলছে তুমুল বিক্ষোভ। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী আরও অভিযোগ করেন যে ওই নির্যাতিতার অভিযোগ তোলার জন্য নাকি বিপুল চাপ সৃষ্টি করায় খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
এলাকায় বিক্ষোভ এর আবহ
এদিন বিক্ষোভে বিজেপি নেত্রী এই ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত কলকাতা পুলিসের গাড়ির চালক, পঞ্চায়েত সদস্য স্ত্রী ও এরই সঙ্গে যুগ ষড়যন্ত্রে যুক্ত থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এদিন হাবরা থানার সামনেই রীতিমতো বিক্ষোভ দেখাতে দেখা যায় বিজেপির কর্মী সমর্থকদের। এছাড়াও উঠে আসে আরজি কর কাণ্ডের ঘটনা। এদিকে বেশ কিছুদিন আগে দশমীর দিন মালদহে একাদশ শ্রেণীর ছাত্রীর ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে গোটা এলাকা।
সেই ছাত্রীটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার হয়। তাকে স্থানীয় মাঠে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। গুরুতর জখম হয়ে এই ছাত্রী বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখানেও অভিযোগ নিতে পুলিশের গড়িমসি দেখা যায়।