কলকাতাঃ বর্তমান সময়ে উৎসবের মরসুম চলছে। আর এই সময়ে সকলেই কমবেশি হয় বাড়ি যাচ্ছে নয়তো ঘুরতে যাচ্ছে। আর কোথাও যাওয়ার ক্ষেত্রে ট্রেনের থেকে ভালো বিকল্প তো হতেই পারে না। ফলে ট্রেনে সাধারণ মানুষের ভিড়ও উপচে পড়ছে। ট্রেনের টিকিট পাওয়া তো এখন যেন স্বপ্ন। আপনিও কি উৎসবের দিনগুলিতে ট্রেনে করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? টিকিট পাচ্ছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজ আপনাদের আইআরসিটিসির এমন একটি পরিষেবা সম্পর্কে তথ্য দেব যেটি সম্পর্কে শুনলে আপনিও হয়তো চমকে যাবেন। সবথেকে বড় কথা, যেদিন আপনি ভ্রমণ করবেন সেদিনরই আবার ট্রেনের কনফার্ম টিকিট পেয়ে যাবেন।
বড় চমক IRCTC-র
এমনিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইটিসিটিসি) রেলওয়ে যাত্রীদের অনেক দুর্দান্ত সুবিধা সরবরাহ করে আসছে। IRCTC -র সাহায্যে আপনি রেলের টিকিট বুকিং থেকে শুরু করে ভ্রমণের সময় খাবার এবং পানীয় অর্ডার করা পর্যন্ত সমস্ত কিছু করতে পারেন। কিন্তু আইটিসিটিসির এমন কিছু সুবিধা রয়েছে, যা অনেকেই জানেন না। যেমন বর্তমান টিকিট বা কারেন্ট টিকিট। এই সুবিধার আওতায় আপনি ভ্রমণের দিনও রেলের টিকিট বুক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
কারেন্ট টিকিট কেন কাটবেন?
সাধারণত ট্রেন ছাড়ার তিন মাস আগে টিকিট বুকিং শুরু করে রেলওয়ে। অন্যদিকে, তৎকাল কোটার টিকিটের বুকিং ট্রেনের নির্ধারিত যাত্রার একদিন আগে শুরু হয়। শুরুতেই জেনারেল টিকিট কাটলে সিট পাওয়া যায়। অন্যদিকে তৎকাল টিকিটে টিকিটের সংখ্যা খুবই সীমিত। এমন পরিস্থিতিতে বুকিং কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এতকিছুর পরেও আপনি যদি জেনারেল এবং তৎকাল উভয় টিকিট বুকিং মিস করে থাকেন তবে আপনি বর্তমান টিকিট (Current Ticket) সিস্টেমটি বেঁচে নিতে পারেন।
Current Ticket কী?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কারেন্ট টিকিট ব্যাপারটা কী? আপনি নিশ্চয়ই আইআরসিটিসির প্ল্যাটফর্ম থেকে জেনারেল, ওয়েটিং বা তৎকাল টিকিট বুক করেছেন। চার্ট প্রস্তুত হওয়ার আগে এই সমস্ত টিকিট বুক করা হয়। তবে চার্ট তৈরি হওয়ার পরে আপনি আইআরসিটিসির ওয়েবসাইট বা অ্যাপ থেকে একটি বর্তমান টিকিট বুক করতে পারেন। এতে চার্ট তৈরির পর যেসব আসন খালি থাকে সেগুলোর স্টেটাস দেখায় আর আপনি সেটা বুক করতে পারেন।
কীভাবে বুক করবেন?
প্রথমেই আপনাকে যেটা করতে হবে IRCTC অ্যাপে গিয়ে ‘Trains’ অপশনে ক্লিক করুন এবং কোন স্টেশন থেকে উঠছেন আর নামবেন সেটা লিখুন।
- প্রস্থানের তারিখটি আপনি যেদিন টিকিট বুক করছেন তার মতো একই হওয়া উচিত।
- উৎস, গন্তব্য এবং প্রস্থানের তারিখ নির্বাচন করার পরে, ‘Trains Searches’ অপশনে ক্লিক করুন।
- এখন আপনি স্ক্রিনে সেই রুটে উপলব্ধ সমস্ত ট্রেনের একটি তালিকা দেখতে পাবেন।
- ক্লিক করুন আপনার পছন্দের টিকেট ক্যাটাগরিতে- যেমন CC, EC, 3AC, 3E ইত্যাদি।
- যদি সেই ট্রেনের জন্য কোনও বর্তমান টিকিট পাওয়া যায় তবে এটি ‘CURR_AVBL-‘ হিসাবে স্ক্রিনে দেখানো হবে।
- এই সুবিধাটি শুধুমাত্র কম পপুলার রুটে পাবেন।
- অন্যদিকে চাহিদা বেশি এমন রুটে কারেন্ট টিকিট বুকিংয়ের সুযোগ কম।