এসেই কুয়াদ্রতের এই প্ল্যান মুছে ফেলবেন অস্কার! বদলে যাবে ইস্টবেঙ্গল

Published on:

oscar bruzon

কলকাতাঃ নতুন কোচের আশায় পথ চেয়ে রয়েছেন ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) সমর্থকরা। কলকাতায় কবে আসবেন লাল হলুদের নতুন কোচ? এই প্রশ্ন এখন ময়দানের আনাচকানাচে। আরও একটা প্রশ্ন রয়েছে, দলের দায়িত্ব নেওয়ার পর কী পরিকল্পনা গ্রহণ করবেন অস্কার ব্রুজন (Oscar Bruzon)?

প্রফেসর যখন ভিলেন

WhatsApp Community Join Now

কলকাতা ময়দানের মেজাজ এরকমই। আজ যে হিরো কালই সে ভিলেন। কার্লস কুয়াদ্রতের (Carles Cuadrat) ক্ষেত্রেও তেমনটা হল। গত মরশুমে সুপার কাপ জিতে ট্রফি খরা কাটিয়েছিল কুয়াদ্রতের কোচিংয়ে থাকা ইস্টবেঙ্গল এফসির। দীর্ঘ কয়েক বছর পর জাতীয় স্তরে ট্রফি জয়ের স্বাদ পেয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। ইন্ডিয়ান সুপার লিগের (ISL) পারফর্মেন্স আশানুরূপ না হলেও ট্রফি জয়ের আক্ষেপ সাময়িকভাবে ঘুচিয়েছিলেন স্প্যানিশ কোচ। কার্লস তখন ইস্টবেঙ্গল সমর্থকদের প্রিয় ‘প্রফেসর’।

অস্কারের কাঁধে বড় দায়িত্ব

চলতি মরশুমে ভাল দল গঠন করার পরেও প্রত্যাশা মতো খেলতে পারছিল না ইস্টবেঙ্গল। পয়েন্ট তালিকার তলানিতে দল। স্কোয়াডে একের পর এক তারকা ফুটবলার, তাহলে পারফর্মেন্স কেন খারাপ? দায়িত্ব থেকে সরে গেলেন কোচ। ক্লাবের তরফে জানানো হয়েছে, কোচ আচমকা পদত্যাগ করে সরে গিয়েছেন। আচমকা নতুন কোচ নিয়োগ করা সহজ নয়। তার ওপর মরশুমে মাঝামাঝি সময়। শেষ পর্যন্ত দায়িত্বে অস্কার ব্রুজন।

কোন স্ট্র্যাটেজি নেবেন অস্কার?

বসুন্ধরা কিংসের ছয় বছরের দায়িত্বে ব্রুজন নিজের আক্রমণাত্বক স্ট্র্যাটেজি নিখুঁতভাবে বাস্তবায়িত করতে সক্ষম হয়েছেন। কার্লস আগে ডিফেন্স করার কথা ভাবতেন। ইস্টবেঙ্গলের নতুন কোচ হাঁটতে পারেন উল্টো পথে। বসুন্ধরা কিংস শুধু চারটি লিগ শিরোপাই জেতেনি, তাদের আক্রমণাত্মক ফুটবল l দিয়ে সমর্থকদের রোমাঞ্চিত করেছে। অস্কার দায়িত্বে থাকার সময় ১৫১ ম্যাচের ১২০টিতে জিতেছে বসুন্ধরা কিংস, হেরেছে মাত্র ১৫ বার। ৪৭ বছর বয়সী এই কোচ বেশিরভাগ সময় ৪-৩-৩ সিস্টেম ব্যবহার করে তার দল সাজাতে পছন্দ করেন। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণ তুলে নিয়ে আসা ছিল অস্কারের বসুন্ধরা কিংসের অন্যতম ইউএসপি।

সঙ্গে থাকুন ➥