মুর্শিদাবাদঃ আরজি কর-এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। বর্তমানে সে সিরিয়ায় হেফাজতে রয়েছে। শুধু তাই নয় একেবারে মামলার শুনানিও চলছে। অন্যদিকে ঘটনার প্রতিবাদে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। কবে এই মামলা নিষ্পত্তি হবে সেদিকে তাকিয়ে রয়েছে সমগ্র দেশবাসী। তারিখের পর তারিখ শুনানির পর শুনানি হয়ে যাচ্ছে তারপরেও মিলছে না কোনও সুরাহা। ধৃত সঞ্জয়ের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে বিক্ষোভ, আন্দোলনে সামিল হয়েছেন সকলে। অন্যদিকে এই ঘটনার পর থেকে ভলেন্টিয়ার পদ নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সব সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়ের মতন হয় না সেটা যেন এবার নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে দিলেন এক অন্য সিভিক ভলেন্টিয়ার।
বিগত বেশ কিছু সময় ধরে গঙ্গায় ভাঙ্গনের জেরে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে যেন মুর্শিদাবাদ। ভয় রীতিমতো তথষ্ট হয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। এদিকে গঙ্গার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাওয়ার হাত থেকে তারানগরের একাধিক বাসিন্দাকে বাঁচানোর পরে নিজেই গঙ্গার জলে তলিয়ে গেলেন পেশায় সিভিক ওয়াসিকুল। হ্যাঁ ঠিকই শুনেছেন।
ভাঙনে তলিয়ে গেলেন সিভিক
জানা গিয়েছে, মুর্শিদাবাদে লালগোলা থানার তারানগরে পদ্মার ভাঙ্গনে তলিয়ে নিখোঁজ হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার। কয়েকদিন আগে সামশেরগঞ্জের গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে ১৫ টি বাড়ি, একের পর এক চাষের জমি। এরপর রবিবার রাত থেকে পদ্মা ভাঙন শুরু হয়েছে তারানগরে। নতুন করে ভেসে চলে যায় একের পর এক বাড়ি থেকে শুরু করে চাষের জমি। অন্যদিকে সোমবার ভাঙ্গন কবলিত এলাকায় দাঁড়িয়েছিলেন গ্রামের যুবক মুখলেসুর শেখ তার সঙ্গে কথা বলছিলেন আসিকুল ইসলাম নামে লালগোলা থানার এক ভলেন্টিয়ার।
হঠাৎ ধরে এলাকায় কিছু বোঝার ওঠার আগেই দুজনেই রীতিমতো তলিয়ে যান। স্থানীয়রা কোনোক্রমে মুখলেসুরকে করে উদ্ধার করে এবং কৃষ্ণনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
ভাঙনের কবলে মুর্শিদাবাদ
বিগত লম্বা কিছু সময়ে ধরে ভাঙনে বিপর্যস্ত মুর্শিদাবাদের একাংশ। আর এই ভাঙনের কবলে পড়েছেন সিভিক ভলেন্টিয়ার। রাত পর্যন্ত খবর মেলেনা না সিভিকের। এদিকে বিলবোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল আলম বলেন, ‘একজন সিভিক ভলেন্টিয়ার ডিউটি করার সময় নদীগর্ভে তলিয়ে গিয়েছেন। রবিবার রাত থেকে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি এখনো অবধি। যদিও নিখোঁজ ভলেন্টিয়ারের খোঁজে তল্লাশি চলছে।’