কলকাতাঃ পুজো শেষ হতেই কলকাতা ডার্বি (Mohun Bagan SG vs East Bengal FC) নিয়ে আলোচনা শুরু। বড় জোর আর দিন দুই বাকি। এবারের ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জায়ান্ট কিংবা ইস্টবেঙ্গল এফসি, কোনো দলই খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। তবুও সাম্প্রতিক ফর্মের বিচারে মোহনবাগান এগিয়ে থেকেই নামবে যুবভারতী ক্রীড়াঙ্গনে। অন্য দিকে ইস্টবেঙ্গল সমর্থকরা রয়েছেন নতুন কোচ কখন আসবেন সেই প্রতীক্ষায়।
বেশ কয়েক দিন হল কার্লস কুয়াদ্রাতের উত্তরসূরির নাম চূড়ান্ত করেছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। তিনি অস্কার ব্রুজন (Oscar Bruzon)। ভারতীয় আগে কোচিং করিয়েছেন। বাংলাদেশে গিয়ে পেয়েছেন ব্যাপক সাফল্যে। তাঁর হাতে পড়ে বসুন্ধরা কিংস ছুটেছিল তেল খাওয়া মেশিনের মতো। সেই অস্কার কি পারবেন ইস্টবেঙ্গল এফসির হাল ফেরাতে? উত্তর পাওয়া যাবে অভিজ্ঞ স্পানিয়ার্ড কলকাতায় এসে পৌঁছানোর পর। কলকাতায় আসবেন, স্কোয়াড দেখবেন, অনুশীলন, তারপর দলের পারফর্ম্যান্স বিচার। কিন্তু অস্কার কলকাতায় আসবেন কবে?
দিন কয়েক আগে শোনা গিয়েছিল ভিসা সমস্যায় আটকে পড়েছেন বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ। সেই জট যে বেশ কিছু দিন ধরে রয়েছে সেটাও ময়দানের আনাচেকানাচে শোনা যাচ্ছিল। এই পরিস্থিতিতে বিনো জর্জকেই একার হাতে সামলাতে হচ্ছে রিজার্ভ টিম ও সিনিয়র টিম। এখনও পর্যন্ত যা আপডেট তাতে আসন্ন বড় ম্যাচেও বিনোকেই থাকতে হবে ইস্টবেঙ্গলের দায়িত্বে। অস্কার যদি তার মধ্যে কলকাতায় চলে আসেন তাহলে তিনি হয়তো থাকবেন নেহাতই দর্শকের ভূমিকায়। খেলা দেখবেন মোহন ইস্টের।
🚨EXCLUSIVE:The wait is going to be over finally।Oscar Bruzon had got his visa and will arrive in Kolkata most probably on 17th October.Also he can bring a new fitness coach along with him.We will see him as only an observer in the derby because Bino will be in charge. pic.twitter.com/MxjgvRQBYB
— East Bengal Fans Hub (@EBFH1920) October 15, 2024
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করা হয়েছে, অস্কার ব্রুজনের ভিসা সমস্যা কেটে গিয়েছে। খুব তাড়াতাড়ি এসে পড়বেন কলকাতায়। সব ঠিক থাকলে হয়তো আগামীকালই তিনি শহরে চলে আসতে পারেন বলে আশা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া পোস্টে আরও দাবি করা হয়েছে, অস্কার একা নন, তাঁর সঙ্গে কলকাতায় আসতে পারেন নতুন ফিটনেস কোচ।