২৮০ কিমি বেগে ছুটবে ট্র্যাকে, ভারতেই তৈরি হবে বুলেট ট্রেন! কয়েকশ কোটির বরাত পেল BEML

Published:

india made bullet train
Follow

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থায় নতুন এক মাইল ফলক যুক্ত হতে চলেছে কেউ হয়তো ভাবতেও পারেনি আগামী দিনে এমনও হবে ভারতে। এমনিতে যত সময় এগোচ্ছে ততই একের পর এক সাফল্যের নজির গড়ছে ভারতীয় রেল। বর্তমান সময় ভারতীয় রেলের সঙ্গে ভ্রমণ করা মাখনের মতন মসৃণ হয়ে গিয়েছে। এখন বেশিরভাগ মানুষ বাস বা বিমানের পাশাপাশি ট্রেনে উঠতে পছন্দ করছেন। কারণ এখন ট্রেনে ওঠা যেমন সস্তারও বটে। তবে এবার ভারতীয় রেল এমন এক রেকর্ড গড়তে চলেছে যেটা সম্পর্ক হয়তো কেউ ভাবতেও পারেনি। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি হয়েছে? তাহলে আর অপেক্ষা না করে জানিয়ে রাখি, বুলেট ট্রেনও হবে এবার মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ জাপানের পাশাপাশি ভারতের বুকেও এবার বুলেট ট্রেন তৈরি হবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এমনই জানা যাচ্ছে।

ভারতেই তৈরী হবে বুলেট ট্রেন | India Made Bullet Train

বর্তমান সময় ভারতে বেশ কিছু প্রিমিয়াম ট্রেন চলাচল করে। যার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে মেট্রো, বন্দে ভারত স্লিপার, গৌরব এক্সপ্রেস এর মত বহু ট্রেন। অন্যদিকে এখন দেশবাসী অপেক্ষা করছেন কবে তাঁরা বুলেট ট্রেনে উঠবেন। কারণ এবার জাপানের পাশাপাশি ভারতের বুকেও ঝড় তুলে বুলেট ট্রেনকে ছুটতে দেখা যাবে। তবে এসবের মাঝে এবার শোনা যাচ্ছে যে আগামী দিনে ভারতের বুকেই তৈরি হবে বুলেট ট্রেন।

জানা গিয়েছে ভারতের প্রথম ঘরোয়া ভাবে উৎপাদিত বুলেট ট্রেন তৈরি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা BEML। হ্যাঁ ঠিকই শুনেছেন। এ বিষয়ে ইতিমধ্যে সংস্থার তরফে এক বিবৃতি জারি করা হয়েছে। এই বিবৃতিতে শেয়ার বাজারকে জানানো হয়েছে যে দুটি হাই স্পিড ট্রেন সেটের ডিজাইন, ম্যানুফ্যাকচারিং এর জন্য তারা চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কাছ থেকে বরাত পেয়েছে।

কত টাকা খরচ হবে?

এবার আসা যাক খরচ প্রসঙ্গে। জানা গিয়েছে মোট বরাত মূল্য ৮৬৭ কোটি টাকা। প্রত্যেকটি ট্রেনে আটটি করে কামরা থাকবে।এছাড়া আমেদাবাদ মুম্বাই রুটে বুলেট ট্রেন চালানোর জন্য রেলওয়ে বোর্ড আগেই জাপানি প্রযুক্তির উপর ভরসা করেছিল। কিন্তু আলোচনা চূড়ান্ত না হওয়ায় এই রুটের জন্য রেলওয়ে বোর্ড সম্ভবত ঘরোয়া ভাবে তৈরি ট্রেনকে বেছে নেবে বলে আশা করা হচ্ছে। BEML- র বুলেট ট্রেনের দাম জাপানের ট্রেনের থেকে অনেকটাই কম হবে বলেও জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join