ব্যাঙ্গালুরুঃ তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে একেবারে ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার (IND vs NZ) ব্যাটিং লাইন আপ। তিন কিউই বোলার- অভিজ্ঞ টিম সাউদি, ম্যাট হেনরি এবং ২৩ বছর বয়সী উইল ও’রউর্কের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা কার্যত দিশেহারা হয়ে পড়েছিলেন। হেনরি নিয়েছেন ৫ উইকেট। ঘরের মাঠে আয়োজিত টেস্ট ম্যাচে ভারত ৪৬ রানে অল আউট। সর্বকালের এক লজ্জার রেকর্ড তৈরি করল রোহিত শর্মার টিম ইন্ডিয়া (Team India)।
ভারতের পাঁচ ব্যাটসম্যান কোনো রান না করেই ফিরে গিয়েছেন সাজঘরে। টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির (Virat Kohli) খারাপ ফর্ম অব্যাহত। তিন নম্বর পজিশনে ব্যাট করে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনরা খালি হাতে ড্রেসিংরুমে ফিরেছেন। ফিটনেস সমস্যার কারণে এই ম্যাচে খেলছেন না শুভমান গিল। তাঁর পরিবর্তে দলে এসেছেন সরফরাজ খান।
Innings Break!#TeamIndia all out for 46.
Over to our bowlers now! 👍 👍
Match Updates ▶️ https://t.co/8qhNBrrtDF#INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/GhqcZy2rby
— BCCI (@BCCI) October 17, 2024
দলের মতো বিরাটও নিজের নামের সঙ্গে রেকর্ড যোগ করেছেন, সেটা অবশ্যই মনে রাখার মতো নয়। শর্ট থার্ডম্যানে ২৩ বছর বয়সী নিউজিল্যান্ডের ফাস্ট বোলার উইল ও’রুর্কের হাতে ক্যাচ দেন বিরাট। শুভমনের অনুপস্থিতিতে বিরাটকে চার নম্বর থেকে তিন নম্বর পজিশনে ব্যাট করতে পাঠানো হয়েছিল। তবে এই পজিশনে আর বিশেষ কিছু করতে পারেননি তিনি। প্রায় আট বছর পর টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নামলেন বিরাট। তবে তাঁর প্রত্যাবর্তনে বিশেষ কিছু ছিল না।
শেষবার এই পজিশনে ব্যাট করেছিলেন ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্টে তিন নম্বরে ব্যাট করা বিরাট সাত ইনিংস খেলে মাত্র ১৬.১৬ গড়ে রান করেছেন। সাত ইনিংসে ৯৭ রান করেছেন তিনি। তিন নম্বরে ব্যাট করে তাঁর সেরা স্কোর ৪১ রান। টেস্টে প্রথমবার তিন নম্বরে নেমে শূন্য রানে আউট হয়েছেন বিরাট। ২০২১ সালে শেষবার টেস্ট ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন বিরাট। তখনও প্রতিপক্ষ দল ছিল নিউজিল্যান্ড।